বাংলাহান্ট ডেস্কঃ প্যালেস্তিনি জঙ্গি সংগঠন হামাসের রকেট হামলার শিকার হওয়া ৩০ বছর বয়সী ভারতীয় নার্স সৌম্যা সন্তোষ-এর দেহবাশেষ নয়া দিল্লী এয়ারপোর্ট পৌঁছল। এর আগে ভারতীয় অ্যাম্বেসি টুইট করে জানিয়েছিল যে, সৌম্যার দেহবাশেষ নিয়ে একটি বিমান শুক্রবার সন্ধে ৭ টা নাগাদ বেন-গুরিয়ন এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছে। এই বিমান শনিবার সকালে দিল্লী পৌঁছাতে পারে।
Mortal remains of Kerala woman who died in Palestinian rocket strike earlier this week arrive at Delhi airport. Union Minister V Muraleedharan and Rony Yedidia Clein, Israel's Deputy Envoy pay floral tribute pic.twitter.com/5Jd5Atty6r
— ANI (@ANI) May 15, 2021
দিল্লী বিমানবন্দরে বিদেশ প্রতিমন্ত্রী বি. মুরলীধরন আর ইজরায়েলের উপ-রাজদূত য়েডিল্ডিয়া ক্লেন উপস্থিত ছিলেন। আজই সৌম্যার দেহবাশেষ দিল্লী থেকে কেরলের ইডুক্কি জেলায় পাঠানো হবে।
সৌম্যা ইজরায়েলের দক্ষিণ উপকূলীয় এলাকা এশকেলানের একটি বাড়িতে ৮০ বছর বয়সী বৃদ্ধা মহিলার নার্স হিসেবে কাজ করতেন। সোমবার যখন হামাসের জঙ্গিরা গাজা সিটি থেকে এশকেলানের উপর রকেট হামলা করে, তখন সৌম্যা নিজের স্বামীর সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বলছিলেন। রকেট সরাসরি ওই বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে আঘাত হানে, যার কারণে সৌম্যা প্রাণ হারান।
৮০ বছর বয়সী ওই বৃদ্ধা মহিলা আহত হয়েছেন, হাসপাতালে ওনার চিকিৎসা চলছে। বিগর ৭ বছর ধরে ইজরায়েলে কাজ করা সৌম্যার ৯ বছরের একটি ছেলে আছে। তাঁর ওই সন্তান তাঁর বাবার সঙ্গে কেরলেই থাকে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা