বাংলাদেশ ক্রিকেটে নক্ষত্রপতন, অকালে চলে গেলেন এই প্রাক্তন ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শোকে নিমজ্জিত বাংলাদেশের ক্রিকেট মহল। অকালে চলে গেলেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা প্রাক্তন বাঁ-হাতি স্পিনার মোশারফ হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) তরফ থেকে বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। টুইটারে ৪০ বছর বয়সী হুসেনের মৃত্যুর খবর জানিয়েছে বিসিবি। হোসেনের পরিবারে স্ত্রী ছাড়াও তার এক সন্তান রয়েছে।

বিসিবি টুইট করেছে, ‘বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় মোশারফ হোসেন রুবেলের মৃত্যুতে বিসিবি শোক প্রকাশ করেছে। বোর্ড লিখেছে, ‘এই বাঁহাতি স্পিনার দুই দশকের ক্যারিয়ারে সব ফরম্যাটেই ৫৫০-এর বেশি উইকেট নিয়েছেন। বিসিবি তার সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেছে।

এখনও অবধি পাওয়া খবর অনুসারে, মোশারফ হোসেন মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। 2019 সালের মার্চ মাসে তিনি এই রোগে আক্রান্ত হন। চিকিৎসার পর তিনি এই রোগ থেকে সুস্থ হয়ে ওঠেন, কিন্তু ২০২০ সালের নভেম্বরে টিউমারটি ফের গজিয়ে ওঠে। সম্প্রতি দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে ছিলেন প্রাক্তন ক্রিকেটার এবং সম্প্রতি কেমোথেরাপির পর বাড়ি ফিরেছিলেন।

১৯৮১ সালে ঢাকায় জন্ম নেওয়া হোসেন ২০০৮ থেকে ২০১৬ সাল অবধি বাংলাদেশের হয়ে পাঁচটি ওয়ানডে খেলেন এবং চারটি উইকেট নেন। হোসেন বাংলাদেশের প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৩০০০ রান সহ ৩০০ উইকেট নেওয়া সাত ক্রিকেটারদের মধ্যে হোসেনও একজন। তিনি ২০১৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে ম্যাচ সেরা নির্বাচিত হন যা হয়তো ছিল তার ক্রিকেট কেরিয়ারের সবথেকে বড় দিন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর