বাংলা হান্ট ডেস্কঃ দেশে হুহু করে বাড়ছে করোনার প্রকোপ। মহারাষ্ট্র আর গুজরাত সমেত দেশের অনেক রাজ্যের অবস্থাই গুরুগম্ভীর। গুজরাতে প্রতিদিন সাত হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে, এখন হাসপাতালেও করোনা রোগীদের জন্য বেড কম পড়ছে। আর এই মুশকিল সময়ে ধার্মিক স্থান গুলো সাহাজ্যের হাত বাড়িয়ে দিচ্ছে। হাসপাতালে করোনা রোগীদের জন্য বেড কম পড়ায় বদোদররার জাহাঙ্গীরপুরার একটি মসজিদকে কোভিড সেন্টারে রূপান্তরিত করা হয়েছে।
জাহাঙ্গীরপুরার মসজিদের সঞ্চালক হাসপাতালে বেড কম থাকার পর এই সিদ্ধান্ত নেন। উনি বলেন, মসজিদে মানুষের প্রাণ বাঁচানোর থেকে বড় কোনও ইবাদত হতে পারে না। মজসিদের সঞ্চালক ইরফান শেখ বলেন, এটি চরম সঙ্কটের সময়, এই সময়ে সরকারের সমালোচনা না করে, সবাইকে সাহাজ্যের জন্য এগিয়ে আসা দরকার। উনি বলেন, এখনও মসজিদে নামাজ পড়া হচ্ছে ঠিকই, কিন্তু চারিদিকে হাসপাতালে বেডের অভাব থাকার কারণে আমরা মসজিদকে কোভিড সেন্টারে বদলে দেওয়ার সিদ্ধান্ত নিই। আপাতত এখানে ৫০টি বেড আর অক্সিজেনের বন্দোবস্ত করা হয়েছে।
Gujarat: Amid a surge in COVID cases, Vadodara's Jahangirpura Masjid converted into a 50-bed COVID facility
"Due to oxygen & beds shortage, we decided to convert it into COVID facility. And what's better than the month of Ramadan to do it," says mosque trustee (19.06) pic.twitter.com/MRqxAN1WBm
— ANI (@ANI) April 20, 2021
উনি বলেন, আমার কাছে মানবতা সবথেকে বড় ধর্ম, এই সঙ্কটের সময় আমাদের সবাইকে এগিয়ে এসে সাহাজ্য করা উচিৎ। সরকারের উপর অভিযোগ করার থেকে ভালো এগিয়ে এসে মানুষের সাহাজ্য করা। এটাই আল্লাহর ইবাদত, এর থেকে বড় কোনও ইবাদত হতে পারে না।
জাহাঙ্গীরপুরার মসজিদ ছাড়াও দারুল উলুমেও ১২০ বেডের শয্যা করা হয়েছে। সংস্থার সঞ্চালক প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে এই ব্যবস্থা নিয়েছে। এছাড়াও গুজরাটের বদোদরায় স্বামীনারায়ণ মন্দিরে কোভিড রোগীদের জন্য ৫০০ বেডের সুবিধা উপলব্ধ করানো হয়েছে। মঙ্গলবার- ১৩ এপ্রিল ২০২১ থেকে কোভিড -১৯ রোগীদের জন্য ৫০০টি বেড এবং অক্সিজেন সুবিধা সহ মন্দিরে অস্থায়ী কোভিড হাসপাতাল চালু করা হয়েছে।