এটিই পৃথিবীর সবথেকে শিক্ষিত দেশ, নামটা শুনলে বিশ্বাসই করতে পারবেন না! ভারতের স্থান কোথায়?

বাংলাহান্ট ডেস্ক : সুশিক্ষা ও সুকৌশল একটি দেশ ও একটি জাতিকে নিয়ে যেতে পারে উন্নতির পথে। শিক্ষা ছাড়া কোনও দেশ বা জাতির উন্নতি সাধন সম্ভব নয়। বলা বাহুল্য ভারত (India) সহ প্রত্যেকটি দেশের অগ্রগতি নির্ভর করে শিক্ষিত যুব প্রজন্মের উপর। তবে বিশ্বের (World) সবথেকে শিক্ষিত দেশের নাম জিজ্ঞাসা করলেই আমাদের অনেকেরই মাথায় আসতে পারে আমেরিকা কিংবা ইংল্যান্ডের নাম।

শিক্ষার নিরিখে ভারতের (India) অবস্থা কেমন?

এটা ঠিক যে শিক্ষার (Education) হারের দিক থেকে আমেরিকা কিংবা ইউরোপের ইংল্যান্ড অনেকটাই এগিয়ে, তবে এই দুটি দেশকে শিক্ষার হারে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে কানাডা। অনেকেই হয়ত বিশ্বাস করতে পারবেন না কানাডাই (Canada) হল বিশ্বের সবথেকে শিক্ষিত দেশ। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্টের প্রকাশিত শিক্ষা রিপোর্ট বলছে, কানাডায় শিক্ষিত মানুষের হার ৫৯.৯৬%।

আরও পড়ুন : শিক্ষক-শিক্ষিকাদের নিগ্রহ! এবার বাতিল করা হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা? কড়া পদক্ষেপের পথে সংসদ

এরপরই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। সমীক্ষকরা জানাচ্ছেন, জাপানে শিক্ষিত নাগরিকের হার ৫২.৬৮%। এই রিপোর্টে ইউরোপের ছোট্ট দেশ লুক্সেমবার্গ অবস্থান করছে তৃতীয় স্থানে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্টের শিক্ষা রিপোর্ট দাবি করেছে, শিক্ষিত মানুষের হারে আমেরিকা ও ব্রিটেন অবস্থান করছে যথাক্রমে ৬ ও ৮ নম্বর স্থানে।

আরও পড়ুন : ফের শিরোনামে RG Kar! চিকিৎসা না পেয়ে ৩ ঘণ্টা পড়ে রইল রোগী! অভিযুক্ত জুনিয়র ডক্টরস ফ্রন্ট

তবে সবথেকে চাঞ্চল্যকর তথ্য হল, শিক্ষিত মানুষের দৌড়ে আমেরিকাকে পিছনে ফেলে দিয়েছে সাউথ কোরিয়াও। শিক্ষিত দেশের তালিকায় সাউথ কোরিয়া অবস্থান করছে চতুর্থ স্থানে। শিক্ষা রিপোর্ট অনুযায়ী, শিক্ষিত দেশের তালিকায় ইসরাইলের নাম রয়েছে পাঁচ নম্বরে। তবে এই রিপোর্টে ভারতের (India) অবস্থা কেমন? শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে তালিকার সেরা দশের মধ্যে জায়গা করে উঠতে পারেনি ভারত।

Most educated country and India position

ওইসিডি- র রিপোর্ট বলছে, ভারতের (India) মোট জনসংখ্যার মাত্র ২০% মানুষ স্কুল-কলেজ বা ভোকেশনাল কোর্সে ভর্তি হয়ে সম্পূর্ণ করতে পারেন পড়াশোনা। এমনকি কিছু বছর আগে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল শিক্ষা সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করেছিল তাতে দেখা গিয়েছিল ভারতের ৭টি রাজ্যের শিক্ষা ব্যবস্থা মোটেও আশাব্যঞ্জক নয়। শিক্ষার হারে গোটা ভারতে সেক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেছিল কেরল। তাই কেরলকে ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য হিসেবে বিবেচনা করা হয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর