বাংলাহান্ট ডেস্ক : ভারতের সবথেকে বৃহৎ ও বিশ্বস্ত বিমা সংস্থা এলআইসি (Life Insurance Corporation) মাঝেমধ্যেই নিয়ে আসে বিভিন্ন পলিসি। সাধারণ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত, সব ধরনের মানুষের কথা চিন্তা করে এলআইসি (Life Insurance Corporation) সাজিয়েছে পলিসিগুলি। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এলআইসির (LIC) হাজার হাজার পলিসির মধ্যে সব থেকে জনপ্রিয় কোনটি?
LIC’র (Life Insurance Corporation) সবথেকে বেশি বিক্রিত পলিসি
একটি রিপোর্ট অনুযায়ী, জীবন লাভ পলিসি (Jeevan Labh Policy) হল এলআইসির (Life Insurance Corporation) সবথেকে বেশি বিক্রিত হওয়া প্ল্যান। বিমার পাশাপাশি এই প্ল্যানে থাকে বিনিয়োগের (Investment) সুবিধা। ম্যাচিউরিটির পর পাওয়া যায় নিশ্চিত রিটার্ন। তারসাথে থাকে পলিসির এগেনস্টে লোনের সুবিধা। ডেথ বেনিফিট অন্যতম প্রধান বৈশিষ্ট্য LIC’র (Life Insurance Corporation) জীবন লাভ পলিসির।
আরোও পড়ুন : বাংলা ছেড়ে সোজা বলিউড! ‘পাগলপ্রেমী’ আদৃতের ঝুলিতে এবার বিরাট সাফল্য
পলিসি চলাকালীন যদি বিনিয়োগকারীর মৃত্যু হয় তাহলে নমিনিকে দেওয়া হয় বার্ষিক প্রিমিয়ামের দশ গুণ টাকা। এই পলিসির মেয়াদপূর্তিতে থাকে বেসিক অ্যাসিওর্ড, বোনাস এবং অতিরিক্ত সুবিধা। LIC’র (Life Insurance Corporation) পলিসি হোল্ডারকে সব টাকা একসাথে প্রদান করা হয় ম্যাচিউরিটির পর। এটি বেসিক এনডাউমেন্ট প্ল্যান হওয়ায় পলিসি হোল্ডারকে প্রিমিয়াম দিতে হয় সীমিত সময়ের জন্য। এই পলিসি ৮ বছর থেকে ৫৯ বছর বয়সী যে কেউ কিনতে পারেন।
সেক্ষেত্রে প্রয়োজন হবে নূন্যতম ২ লাখ টাকার সাম অ্যাসিওর্ড। সর্বোচ্চ সীমার ক্ষেত্রে নেই কোনও বাধা। এই পলিসিতে প্রিমিয়াম দেওয়া যায় মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে। ১৬ বছর, ২১ বছর এবং ২৫ বছর মেয়াদে বিনিয়োগ করা যায় এই পলিসিতে। ৫৯ বছর বয়সে যদি কেউ এই পলিসি কেনেন তাহলে তিনি শুধুমাত্র ১৬ বছরের জন্যই বিনিয়োগ করতে পারবেন। পলিসি ম্যাচিউরিটির সর্বোচ্চ সীমা ৭৬ বছর পর্যন্ত নির্ধারিত রয়েছে।