ওমা সত্যিই! বিশ্বে ‘Whiskey’ পানে ফার্স্ট পজিশনে India! সবথেকে বেশি এই মদ কোথায় বেচা হয়?

বাংলাহান্ট ডেস্ক : গোটা পৃথিবীতে মদ্যপানের রেওয়াজ প্রচলিত রয়েছে যুগের পর যুগ ধরে। মদ বিক্রির ক্ষেত্রে গোটা পৃথিবীতে ভারতের স্থান নবম। চীনের পর হুইস্কি (Whiskey), ভদকা, জিন, রাম, টাকিলার মতো স্পিরিটগুলির দ্বিতীয় বৃহত্তম বাজার ভারত। একটি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সাল থেকে প্রায় ১১ শতাংশ অর্থাৎ ৬৬.৩ কোটি লিটারেরও বেশি অ্যালকোহল বিক্রি বেড়েছে ভারতে।

বিশ্বের বৃহত্তম হুইস্কি (Whiskey) মার্কেট

বিশ্বের বৃহত্তম হুইস্কি (Whiskey) বাজারে পরিণত হয়েছে ভারত (India)। আমেরিকাকে পিছনে ফেলে পৃথিবীতে বিক্রিত হওয়া হুইস্কির (Whiskey) এক তৃতীয়াংশ বাজার রয়েছে ভারতে। অন্যদিকে, ২০২১ ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ৫ (NFHS)-এর ডেটা বলছে, ভারতের প্রাপ্তবয়স্কদের মধ্যে ১০% (১৫ বছর ও তার অধিক বয়সী) অ্যালকোহল ক্রেতা। ১.৩ শতাংশ প্রাপ্তবয়স্ক ভারতীয় মহিলা অ্যালকোহল সেবন করে থাকেন।

আরোও পড়ুন : মান বাঁচাতে উদ্যোগী রাজ্য! এবার কলকাতায় বাইরেও মিলবে এই ‘বিশেষ’ সুবিধা, স্বস্তির নিঃশ্বাস মহিলাদের

পাশাপাশি ১৮.৮ শতাংশ প্রাপ্তবয়স্ক ভারতীয় পুরুষ অ্যালকোহল সেবন করেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসি (NIPFP)-এর অধীনে হওয়া একটি গবেষণায় দেখা গেছে, মদের জন্য প্রতিবছর সবথেকে বেশি খরচ করেন অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বাসিন্দারা। এছাড়াও এনএসএসও-এর সমীক্ষার তথ্য থেকে জানা যাচ্ছে, ভারতে মদ সেবনের জন্য কেরল ৪৮৬ টাকা, হিমাচল প্রদেশ ৪৫৭ টাকা, পঞ্জাব ৪৫৩ টাকা বার্ষিক মাথাপিছু খরচ করে থাকে।

whiskey glass

মদ (Liquor) বিক্রি করে কর সংগ্রহের দিক থেকে সবথেকে পিছনের সারিতে রয়েছে ঝাড়খন্ড (৬৭%) ও অ্যালকোহল যুক্ত পানীয় বিক্রি করে কর সংগ্রহের তালিকায় প্রথম স্থানে রয়েছে গোয়া। বিক্রয় কর বা অতিরিক্ত আবগারি শুল্ক থেকে মোট কর সংগ্রহের ৭৮ শতাংশের বেশি আয় করে কর্ণাটক এবং তামিলনাড়ু সরকার। সেখানে সম্মিলিত কর সংগ্রহে বিক্রয় করের গড় অংশ ৩৫-৩৬ শতাংশে রয়েছে অসম, মহারাষ্ট্র, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর