আমেদাবাদের মোটেরা স্টেডিয়ামের নাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম রাখা হয়েছে। আর এই নামকরণের পর কংগ্রেস পার্টি বিজেপির উপর আক্রমক হয়ে উঠেছে। গুজরাট কংগ্রেসের বড়ো নেতা হার্দিক প্যাটেল এই নামকরণকে সর্দার বল্লভভাই প্যাটেলের অপমান বলেছেন।
হার্দিক প্যাটেল বলেছেন, এটা সর্দার প্যাটেলের বিরুদ্ধে RSS এর পুরানো ষড়যন্ত্রের ফল। মোটেরার এই স্টেডিয়াম সর্দার প্যাটেল স্টেডিয়াম নামে পরিচিত। হার্দিক প্যাটেল টুইট করে বলেছেন, এটা কি সর্দার প্যাটেলের অপমান নয়? বল্লভভাই প্যাটেলের নামে ভোট চাওয়া বিজেপি এখন উনাকে অপমান করছে। গুজরাটের মানুষ সর্দার প্যাটেলের অপমান সইবে না।
আরেক টুইটে কংগ্রেস নেতা লিখেছেন, সর্দার বল্লভভাই প্যাটেল RSS এর উপর ব্যান লাগিয়েছিলেন। আর এই কারণে আরএসএস এর লোকজন সর্দার প্যাটেলের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করে। বাইরে বাইরে শ্রদ্ধা এবং ভেতরে ভেতরে হিংসা, এমন ব্যাবহার বিজেপি সর্দার প্যাটেলের সাথে করে।
হার্দিক প্যাটেল বলেন, নরেন্দ্র মোদীর নামে স্টেডিয়ামের নাম রাখার কোনো অর্থ হয় না। এটা পুরোপুরি সর্দার প্যাটেলের অপমান যা দেশের মানুষ সহ্য করবে না। জানিয়ে দি, আমেদাবাদে বিশ্বের সবথেকে বড়ো এই স্টেডিয়ামের নাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম নামকরণের বিষয়টি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন। এই স্টেডিয়াম তৈরি করতে প্রায় ৮০০ কোটি টাকা খরচ করা হয়েছে।