বাংলা হান্ট ডেস্কঃ মালদার মোথাবাড়ির হিংসার (Mothabari Vilolence) ঘটনায় উত্তাল বাংলা। মোথাবাড়ি কান্ডে পুলিশের নিরপেক্ষতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতারা। তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজীবী তিওয়ারিও।
মোথাবাড়িতে (Mothabari Vilolence) পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
মোথাবাড়ির (Mothabari Vilolence) ঘটনাস্থল থেকে এবার বাংলা হান্টের ক্যামেরায় উঠে এল এক চাঞ্চল্যকর অভিযোগ। এলাকার হিন্দু মহিলাদের অভিযোগ শাঁখা পলা পরতে বারণ করেছে পুলিশ। যার ফলে হিন্দু পরিচয় দেখাতে পারছেন না স্থানীয় মহিলারা। নিরাপত্তাহীনতার এই অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।
স্থানীয় মহিলাদের দাবি শাঁখা পলা খুলে কালো কাপড়ে মুখ ঢেকে ঘুরতে বলা হচ্ছে তাঁদের। মহিলা মোর্চার সভানেত্রীর অভিযোগ রাতের বেলা লুকিয়ে থেকে অত্যাচার করা হচ্ছে, হিন্দুদের বাড়িতে ঢিল ছোঁড়া হচ্ছে। এই ঘটনায় সরাসরি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন প্রত্যেকে। সভানেত্রীয় অভিযোগ প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে তাঁদের।
আরও পড়ুন: জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই শুভ সূচনা! বাংলায় শুভেন্দুর হাত ধরে শিলান্যাস হবে রামমন্দিরের
দিনের পর দিন নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা মহিলাদের অভিযোগ তাদের ছেলেদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, শাখা পলা পরতে দেওয়া হচ্ছে না তাদের। প্রসঙ্গত এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি সংবাদ মাধ্যমের ভিডিও পোস্ট করেছিলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন,’এটা মারাত্মক অভিযোগ। হিন্দু মহিলারা শাখা পলা পরতে পারবেন না?’ একইসাথে তাঁর সংযোজন, ‘জাতীয় মহিলা কমিশনের উচিত এই বিষয়টা দেখা এবং ওখানে টিম পাঠিয়ে বিষয়টা নিয়ে তদন্ত করা।’
@NCWIndia has received multiple complaints from Mothabari, Malda. We are actively processing them, and a team is set to visit the spot on April 4 (tentative) for further assessment. Ensuring justice and support remains our priority. @VijayaRahatkar https://t.co/I5XHQr18y2
— Dr. Archana Majumdar (@DrArchanaWB) March 30, 2025
তারপরেই এই পরিস্থিতিতে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডঃ অর্চনা মজুমদার জানিয়েছেন এই বিষয়ে খুব তাড়াতাড়ি পদক্ষেপ গ্রহণ করা হবে। তাঁর কথায়, ‘জাতীয় মহিলা কমিশন মালদার মোথাবাড়ি থেকে একাধিক অভিযোগ পেয়েছে। সেই সব অভিযোগ নিয়ে সক্রিয় ভাবে পদক্ষেপ করার প্রক্রিয়া করা হচ্ছে।’ একইসাথে তিনি জানিয়েছেন সব ঠিক থাকলে আগামী ৪ এপ্রিল একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখবে।