বাংলা হান্ট ডেস্ক : নিজের সন্তানকেই বিক্রির অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। মাত্র পনেরো হাজার টাকার বিনিময়ে কুড়ি দিনের কন্যা সন্তানকে বিক্রি করার অপরাধে পুলিশের জালে মা সহ পাঁচ জন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার মাধবপুর এলাকার পূজা সর্দার নামের এক মহিলা নিজের কুড়ি দিনের কন্যা সন্তানকে বিক্রি করে দেয় বাসন্তী এলাকার বিশ্বদেব সর্দার ও শর্মিষ্ঠা সর্দারের কাছে।
যদিও তাঁর একার পক্ষে সম্ভব হয়নি, ঠাকুমা করুণা নস্করের মদতেই উজ্জ্বল বাছার নামের এক দালাল মারফত নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছিল পূজা। এর পর মাধবপুর এলাকার বাসিন্দা তাপস নস্কর নামের এক ব্যক্তি পূজার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন পরে পুলিশ তদন্ত শুরু করে শিশুকন্যাকে উদ্ধার করার পাশাপাশি পূজা ও তাঁর ঠাকুমা সহ দালাল উজ্জ্বল বাছার এবং বিশ্বদেব সর্দার ও শর্মিষ্ঠা সর্দারকে আটক করে পুলিশ।
তবে হঠাত্ কেন শিশুটিকে বিক্রি করে দিলেন পূজা? কোন তা কারোর কাছেই স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে অভাবের তাড়নায় বিক্রির কথা মনে হলেও পূজার ঠাকুমা করুন নস্কর কী ভাবে এই ঘটনায় মদত দিলেন তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছেই। একই সঙ্গে কন্যাসন্তান হওয়ার কারণেই কি নিজের সন্তানকে বিক্রি করেছিল পূজা? উত্তর জানতে ইতিমধ্যেই পূজাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।