বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও শেয়ার হয়। তার মধ্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে। এই ভাইরাল ভিডিওর দৌলতে বহু মানুষের প্রতিভাও পরিস্ফুট হয়েছে।
ভাইরাল ভিডিওর দৌলতে বহু মানুষের প্রতিভা প্রকাশ্যে এসেছে। রানাঘাটের রানু মণ্ডলের গান ভাইরাল হয়ে গিয়েছিল শুধুমাত্র একটি ভিডিওর দৌলতে। এবার ফের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুরোনো দিনের বাংলা গান গেয়ে ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক মা মেয়ের জুটি। স্বর্ণযুগের জনপ্রিয় বাংলা গান ‘দোলে দোদুল দুলো না’ গেয়ে ভিডিও করেছেন মা ও মেয়ে। অসাধারন সেই গানের সুরে মেতেছে নেটিজেনরা। দুজনেরই গলায় যেমন সুন্দর সুর, তেমনই অবাক করা যুগলবন্দি।
বলা বাহুল্য, ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। বহু মানুষ শেয়ারও করেছেন এই ভিডিও। নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মা ও মেয়েকে।
https://www.facebook.com/shrimoyi.roy.9/videos/2607653636134149/?t=0
প্রসঙ্গত, এই গানটি ‘দেওয়া নেওয়া’ ছবির। ছবিতে দেখা গিয়েছিল উত্তম কুমার ও তনুজাকে। গানটি গেয়েছিলেন শ্যামল মিত্র। ছবিতে এই গানের দৃশ্যে দেখা গিয়েছিল উত্তম কুমার ও তরুণ কুমারকে। পরে লিলি চক্রবর্তীকেও দেখা গিয়েছিল এই গানের দৃশ্যে।