একসাথে PSC পাশ করল মা-ছেলে, এবার একসঙ্গেই করবেন সরকারি চাকরি

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে “পড়াশোনার কোন বয়স নেই।” ঠিক তেমনই, লক্ষ্যে অবিচল থেকে স্বপ্নকে সত্যি করারও বয়স হয় না কোনো। ঠিক সেই রকমই ছেলের সাথে নিজের স্বপ্ন সত্যি করলেন এক মা।কেরলের মালাপ্পুরমের এই মহিলা সত্যি এক ইতিহাস সৃষ্টি করলেন।

মালাপ্পুরমের ৪২ বছর বয়সী এই মহিলা ২৪ বছর বয়সী ছেলের সঙ্গে মিলে একই সাথে অর্জন করলেন সফলতা। মা ও ছেলের একই সাথে উত্তীর্ণ হলেন সরকারি চাকরির পরীক্ষা। এএনআই সূত্রের খবর, এক মহিলা ও তার ছেলে একই সাথে মিলে পাস করেছেন পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) পরীক্ষা।

মহিলাটির ছেলে বিবেক জানিয়েছেন,”আমি আর আমার মা একই সাথে কোচিং ক্লাসে যেতাম। আমার মা প্রথমে আমাকে এই কোচিং ক্লাসে নিয়ে আসেন এবং পরে বাবা সমস্ত ব্যবস্থা করে দেন। শিক্ষকদের অনুপ্রেরণায় আজ আমরা এই সফলতা অর্জন করতে পেরেছি। আমি আর মা একই সাথে পড়াশোনা চালিয়ে গেছি। দুজনে চাকরির পরীক্ষাতেও বসে ছিলাম একই সাথে। এইরকম ভাবে যে একইসাথে সফলতা পাব তা ভাবতে পারিনি।”

বিবেক যখন দশম শ্রেণীর ছাত্র তখন তার মা তাকে পড়াশোনায় উৎসাহিত করার জন্য নিজে হাতে বই তুলে নেন। নতুনভাবে পড়াশোনা শুরু করে তিনি উৎসাহিত বোধ করেন। এরপর কেরলের পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন ওই মহিলা। এরপর একই সাথে ফরম ফিলাপ করে ওই পরীক্ষায় বসেন মহিলা এবং তার ছেলে বিবেক। স্বাভাবিকভাবেই এইরকম চমকপ্রদ ফলাফলে আনন্দিত দুজনেই।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর