বাংলা হান্ট ডেস্কঃ বিবাহ যে কারও জীবনেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। সকলেই এই মুহূর্তটিকে নিজের মতো করে স্মরণীয় করে তুলতে চান। কিন্তু অনেক সময় এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যা পুরো মুহূর্তটির মোড়ই বদলে দেয়। এবার এমনই এক ঘটনা সামনে এলো উত্তর প্রদেশ থেকে।
উত্তর প্রদেশ থেকে মারাত্মকভাবে ভাইরাল হয়েছেএকটি বিবাহের ভিডিও। এই ভিডিওটিতে দেখা যায়, কনের গলায় বরমাল্য পরানোর জন্য প্রস্তুত বর। কিন্তু ঠিক সেই সময় রঙ্গ মঞ্চে এসে পৌঁছান ওই যুবকের মা। সোজাসুজি যুবকটিকে জুতো দিয়ে মারতে যান তিনি। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরা অবশ্য পরিস্থিতি সামাল দেন।
UP के चप्पल में बड़ी बात है रे बावा..कभी त्रिपाठी जी जूते चलाने में जगह नहीं देखते आज अम्मा ने भी नहीं देखा..अब नया गाना होगा.. up वाला चप्पल चलाओ कि हीरो जैसे मार के दिखाओ…हरिमपुर जिले का ये वीडियो बड़ा ही जान लेवा है…..अब भईया घर वालों के अगेंस्ट जाके ब्याह नहीं.@UPGovt pic.twitter.com/kFNTfogJMY
— Anamika Amber (@AnamikaamberA) July 6, 2021
স্থানীয় সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের সুমেরপুর জেলার একটি গেস্ট হাউসে। পরিবারের অমতে অন্য জাতির একটি মেয়েকে বিবাহ করছিল ওই যুবক। ‘ইন্টার কাস্ট ম্যারেজের’ জেরেই ছেলের উপর ভয়ানক রেগে যান মা। জানা গিয়েছে কিছুদিন আগেই আদালতে গিয়ে রেজিস্ট্রি করেছিল ওই যুগল । কিন্তু ছেলেটির বাবা মাকে সে কথা জানানো হয়নি।
যদিও এই বিবাহে সম্পূর্ণরূপে ওই যুবকের পাশে এসে দাঁড়ায় কন্যাটির পরিবার। তারাই সমস্ত বিবাহের আয়োজন করেন। কিন্তু খবর দেওয়া হয়নি ওই যুবকের বাবা ও মাকে। আর সেই কারণেই বিবাহের অনুষ্ঠানের মধ্যে শুরু হয় এ ধরনের অশান্তি। এই ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। নেটিজেনদের তরফেও ভেসে আসছে নানা মন্তব্য। কেউ কেউ তো উত্তর প্রদেশ সরকারকে অবধি ট্যাগ করেছেন ভিডিওটিতে।