লজ্জাজনক! নিজেরই ছেলের সঙ্গে যৌন সম্পর্কে ছয় মাসের অন্তঃসত্ত্বা মা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পৃথিবীতে প্রতিদিন কতই না ঘটনা ঘটে চলেছে। এই পৃথিবীতে যেমন সুস্থ স্বাভানিক মানুষ রয়েছেন তেমনই রয়েছেন বহু বিকৃত রুচির মানুষও। কিন্তু নিজেদের কাজগুলিকে তারা বিকৃত বলে মানতে নারাজ। সম্প্রতি এমনই দুই অদ্ভূত মানুষের কথা জানা গিয়েছে। নিজের ছেলেরই সন্তানের মা হতে চলেছেন তার নিজের মা। জানা গিয়েছে, খুব শীঘ্রই তারা বিয়েও করতে চলেছেন।

এই ঘটনা বিদেশের নয়, বরং ভারতেরই। উত্তরপ্রদেশের গার্গীপুরে ঘটেছে এই লজ্জাজনক ঘটনা। মা সবিতা পাণ্ডে তাঁর নিজের ছেলে দীপকের সন্তানের মা হতে চলেছেন। বছর বিয়াল্লিশের সবিতা এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা। তবে এই সম্পর্ককে তাঁরা অবৈধ তকমা দিতে নারাজ। কারন তাঁরা জানিয়েছেন খুব শীঘ্রই তাঁরা বিয়ে করতে চলেছেন। সাত বছর আগে সবিতার স্বামী মারা যান। তারপর থেকে ছেলেকে একাই বড় করেছেন তিনি। বছর তেইশের দীপক এখন সরকারি চাকরি করে। রোজগারও ভালই।

সবিতার কথায়, ছেলেকে তিনি একাই মানুষ করেছেন। অন্য কেউ তাঁকে তখন সাহায্য করেনি। তাই ছেলের আয়ের ওপরেও তাঁরই দাবি বর্তায়। অন্য কোনও মহিলা এই সম্পত্তি ভোগ করতে পারবে না। তিনি আরও জানান, বছর ৩ আগে ছেলের সঙ্গে তাঁর প্রেম শুরু হয়। এখন তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা। অপরদিকে ছেলের মত, মা তাঁকে কষ্ট করে মানুষ করেছেন। তাই মাকে সুখী করাও তাঁর দায়িত্ব। এই সম্পর্কে কোনও পাপ নেই বলেই মনে করেন দুজনে।

তবে এই ঘটনা এই প্রথম নয়। এর আগে ফ্রান্সেও এমনই ঘটনার কথা শোনা গিয়েছিল। মা এলিজাবেথ লরেন্সকে বিয়ে করে নজির সৃষ্টি করেন ছেলে এরিক। তবে এই বিবাহ প্রথমে ফ্রান্সের নিয়ম অনুযায়ী আইনসিদ্ধ ছিল না। কিন্তু হার মানেননি তাঁরা। দীর্ঘদিন আদালতে মামলা লড়ে তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা।

সম্পর্কিত খবর

X