বাংলা হান্ট ডেস্কঃ লখনউতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) দফতরের সামনে আত্মহুতির প্রয়াস করা মা-মেয়ের মামলা পুলিশ যেই এফআইআর দায়ের করেছে, তাতে একটি বড় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই আত্মহত্যার প্রচেষ্টা একটি বড়সড় ষড়যন্ত্র ছিল বলে জানা গিয়েছে।
এফআইআরে দুই দুর্গতরা যেই বয়ান দায়ের করেছে, সেটি অনুযায়ী, তাঁরা যখন নিজের সমস্যা নিয়ে মেরঠের এআইএমআইএম (All India Majlis-e-Ittehadul Muslimeen) নেতা কাদের খানের কাছে গেছিলেন, তখন উনি বলেছিলেন যে, লখনউ গিয়ে মুখ্যমন্ত্রীর দফতরের সামনে আত্মহত্যার চেষ্টা করতে। এরফলে সরকারের উপর চাপ সৃষ্টি করা যাবে।
মা-মেয়ে বয়ানে এটাও বলেছেন যে, যখন তাঁরা লখনউ এসেছিলেন তখন কংগ্রেস নেতা অনুপ প্যাটেলের সাথে সাক্ষাৎ করেছিলেন। অনুপ প্যাটেলও সরকারের উপর চাপ সৃষ্টি করছে দুইজনকে মুখ্যমন্ত্রীর দফতরের সামনে আত্মহত্যার চেষ্টা করার প্ররোচনা দিয়েছিলেন। এরপরই মা-মেয়ে মুখ্যমন্ত্রীর দফতরের সামনে গিয়ে আত্মহত্যার প্রচেষ্টা করেন।
মুখ্যমন্ত্রীর দফতরের সামনে তাঁরা নিজেদের উপর তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। এটাও শোনা যাচ্ছে যে, এই বিষয়ে কংগ্রেস নেতা অনুপ প্যাটেল মিডিয়াকে আগেই জানিয়ে দিয়েছিলেন। একজন সাংবাদিক দাবি করেন যে, অনুপ প্যাটেল তাঁকে আগেভাগেই সবকিছু জানিয়ে দিয়েছিলেন। এরপরই সে ঘটনাস্থলে পৌঁছায়।