বাংলা হান্ট ডেস্কঃ চারিদিকে শিক্ষকদের হাহাকার! SSC নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। যার জেরে চাকরি গিয়েছে প্রায় ২৬০০০ জনের। চাকরিহারাদের তালিকাতেই নাম ছিল ছেলে অর্ণব যশ ও পুত্রবধূ চন্দ্রাণী দত্তের। এভাবে একধাক্কায় তাদের চাকরি চলে যাওয়ার খবর মেনে নিতে পারেননি মা। সুপ্রিম কোর্টের রায়ের ২৪ ঘণ্টার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অর্ণববাবুর মা মঞ্জুলা যশের।
চাকরিহারা পরিবারে শোকের ছায়া- SSC Recruitment Scam
পরিবার তরফে দাবি, ছেলে-বউমার চাকরি হারানোর খবর কোনোমতেই মেনে নিতে পারেননি মা। কষ্ট সহ্য না করতে পেরেই চরম পরিণতি। বীরভূমের চাতরা গণেশলাল হাইস্কুলে ভূগোলের একমাত্র শিক্ষক ছিলেন অর্ণব যশ। এদিকে বীরভূমের নওয়াপাড়া হাইস্কুলের ভূগোলের শিক্ষিকা ছিলেন পুত্রবধূ চন্দ্রাণী দত্ত। গতকাল আদালতের রায়ে একই পরিবারে চাকরিহারা দুজনা।
পরিবারের দাবি, গত এপ্রিল মাসে হাইকোর্ট রায় ঘোষণা করার পর থেকেই মানসিক যন্ত্রণায় ভুগছিলেন বৃদ্ধা। তারপর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় আর সহ্য করতে পারেননি তিনি। হৃদরোগে আক্রান্ত হওয়ায় তড়িঘড়ি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অসুস্থ মা-কে। শুক্রবার সকালেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: মোথাবাড়ি যেতে চান শুভেন্দু! ‘সংবিধান অনুসারে যে কেউ যেখানে ইচ্ছা যেতে পারেন’! রাজ্যকে বলল হাইকোর্ট
গোটা ঘটনায় চাকরিহারা পরিবার কাঠগড়ায় তুলেছে রাজ্য সরকারকে। সবমিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে গোটা পরিবার। চাকরি হারানো চন্দ্রানী দত্তের দিদি ইন্দ্রাণী দত্ত বলেন, “আমার বোন দিন-রাত খেটে পড়াশোনা করে চাকরি পেয়েছে। সরকারি চাকরি যে এভাবে চলে যাবে, এটা সত্যিই ভাবা যায় না। এখন পরিবারটা চলবে কীভাবে!” প্রসঙ্গত, গত সাত বছর থেকে শিক্ষকতার চাকরি করছিলেন চন্দ্রানী দত্ত।