বাংলা হান্ট ডেস্ক :- জঙ্গলের মধ্যে জন্ম দিয়েছিলো এক হস্তিনী তার সদ্যোজাতকে, সে খবর পেয়েই আশেপাশের গ্রামের সমস্ত লোক ছুটে আসে তা দেখতে এবং দেখতে এসে ক্রমাগত উক্তক্ত করতে থাকে মা হস্তনী ও তার সদ্যোজাতকে। প্রথমে সব ঠিক থাকলেও আকস্মিক একটি ঘটনায় হতচকিত হয়ে যায় সবাই।
ঘটনাটির কেন্দ্রবিন্দু হল পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। সুমন নামে বছর ২৪ এর একটি যুবক ক্রমাগত মা হাতিটিকে উক্তক্ত করতে থাকলে হঠাৎই হাতিটি দৌড়ে এসে আছাড় মারে তাকে।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, সুমন গুরুতর ভাবে আহত হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানায় তার মাথায় গুরুতর চোট লেগেছে এবং একটি হাতের হাড়ে সামান্য চিড় ধরেছে।