যাত্রাপথে হঠাৎই প্রসব বেদনা, রেলে কামরায়ই মায়ের কোল আলো করে জন্ম নিল ফুটফুটে সন্তান

বাংলাহান্ট ডেস্কঃ ট্রেনে (tarin) করে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন বছর ২৭-র অন্তঃসত্ত্বা আয়েশা। শনিবার হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসে (howrah yesvantpur express) করে ব্যাঙ্গালোরের দিকে যাত্রাকালে তাঁর জীবনে এক অবিস্মরণীয় ঘটনা ঘটে যায়। রেলের কামরাতেই এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় আয়েশা।

বিষয়টা হল, ট্রেনে সফর করার সময় অন্তঃসত্ত্বা আয়েশার হঠাৎ প্রসব বেদনা শুরু হয়। কিন্তু গন্তব্যস্থল ব্যাঙ্গালোর যাওয়ার আগেই ট্রেনের মধ্যেই নিজের সন্তানের জন্ম দেয় আয়েশা। জন্ম নেয় এক ফুটফুটে পুত্র সন্তান। ট্রেনের সফর করার সময় আয়েশার প্রসব বেদনা শুরু হওয়ায় রেলের স্বাস্থ্যকর্মীরা এবং মেরি সহেলি টিম দ্রুত এগিয়ে আসে তাঁকে সাহায্য করতে।

vbbvbvk

তাঁদের সাহায্যেই আয়েশার কোল আলো করে আসে এক সদ্যজাত পুত্র সন্তান। এরপর ভুবনেশ্বর স্টেশনে তাঁদের নামিয়ে নেওয়া হয়। সেখানেই চিকিৎসকদের তত্ত্ববধানে তাঁদের কিছুক্ষণ চিকিৎসা চলে তাঁদের। এরপর চিকিৎসকদের সম্মতি নিয়ে ভুবনেশ্বরের স্টেশন ডিরেক্টর সি নায়ক, ব্যাঙ্গালোর যাওয়ার টিকিট কেটে দেন আয়েশাকে। মা এবং সন্তান সুস্থ ভাবে বাড়ি ফিরে যায়।

এই ঘটনা আয়েশার জীবনে এক স্মরণীয় ঘটনা হিসেবেই থেকে বলে জানান তিনি। তবে তিনি আরও জানিয়েছেন, ‘ট্রেনের কামরায় হঠাৎ প্রচণ্ড যন্ত্রণা হতে শুরু করে আমার। এই সময় আমার পাশে দাঁড়িয়ে যারা আমার সাহায্য করেছিলেন। তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি এবং সন্তান দুজনেই এখন সুস্থ। আমি সারাজীবন এনাদের কথা মনে রাখব। আমার বাড়ি ফেরার জন্য রেল কর্তৃপক্ষ আবার টিকিটও কেটে দিয়েছিল’।

Smita Hari

সম্পর্কিত খবর