বাংলাহান্ট ডেস্ক: একজন মানুষের ধর্ষক হয়ে ওঠার পেছনে তাঁর মায়ের কোনও হাত নেই। এটা একজন নারীর অপমান। সম্প্রতি এভাবেই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের মন্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বাক স্বাধীনতা আছে বলে যা খুশি তাই বলতে পারেন না কঙ্গনা, স্পষ্ট জানিয়ে দিলেন স্বস্তিকা।
সম্প্রতি নির্ভয়ার ধর্ষকদের অপরাধ ক্ষমা করে তাদের ফাঁসি রদ করে দেওয়ার জন্য নির্ভয়ার মায়ের কাছে আবেদন জানান সুপ্রিম কোর্টের আইনজীবী ইন্দিরা জয়সিং। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে মুখ খোলেন কঙ্গনা। ওই মহিলা আইনজীবীকে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “ওনাকে ওই চার ধর্ষকের সঙ্গে চারদিন বন্দি করে রাখা হোক। এমন কিছু মানুষ থাকেন যাদের এইসব ধর্ষক, খুনিদের ওপর দয়া আসে। ওনার মতো মহিলাদের গর্ভ থেকেই এমন ধর্ষকের জন্ম হয়।” শুধু তাই নয়, কঙ্গনা আরও দাবি জানান, ধর্ষকদের সবার সামনে ফাঁসি দেওয়া উচিত।
#WATCH Kangana Ranaut on senior lawyer Indira Jaising's statement,'Nirbhaya's mother should forgive the convicts': That lady (Jaising) should be kept in jail with those convicts for four days…Women like them give birth to these kind of monsters and murderers. (22.1) pic.twitter.com/MtNcAca1QG
— ANI (@ANI) January 23, 2020
এবার এই প্রসঙ্গে সরব হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কঙ্গনাকে তোপ দেগে তিনি বলেন, “সন্তান ধর্ষন করলে তার দায় মাকে নিতে হবে কেন? তোমার মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে বলে সেটা এভাবে ব্যবহার করবে। এটা একজন নারীর অপমান”। তবে শুধু স্বস্তিকা একা নন, আরও অনেকেই কঙ্গনার এই মন্তব্যের সমালোচনা করেছেন।
This is wrong in so many ways. MOTHERS of rapists are to be blamed for the rapes their sons commit ? You have the power of voicing your opinion #KangnaRanaut and this is how you do it? Misogyny is written all over it & so much disrespect for women. #Shame https://t.co/mIuVocr3fs
— Swastika Mukherjee (@swastika24) January 23, 2020
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আইনজীবী ইন্দিরা জয়সিং নির্ভয়ার মাকে ধর্ষকদের ক্ষমা করে দেওয়ার আবেদন জানিয়ে লেখেন, “সোনিয়া গান্ধীও রাজীব গান্ধীর হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছিলেন। আপনিও তাই করুন। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। কিন্তু আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে।” এরপরেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। নির্ভয়ার মা বলেন, ওনার কোনও অধিকার নেই আমাকে পরামর্শ দেওয়ার।