করোনা যুদ্ধঃ সন্তানের জন্ম দেওয়ার পর আবার কাজে নেমে পড়লেন মহিলা অফিসার

গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় চোদ্দো লক্ষ্য । মৃত্যু হয়েছে প্রায় ৩৪ হাজারের বেশী মানুষের। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।বিশাখাপত্তনম পৌর কর্পোরেশনের (জিভিএমসি) কমিশনার জি শ্রীজানা তার পুত্র সন্তানের জন্ম দেওয়ার ২২ দিন পরেই তিনি নিজের কাজে আবার যোগ দেন। নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে সারা বিশ্বে ছড়িয়েছে। আর তার মধ্যে এক একটি অবাক করে ঘটনা আমাদের নজর কেড়েছে। তারমধ্যে একটি অন্যতম ঘটনা ছিলো এটি।

coronavirus test tube reuters 1583766881

শ্রীজানাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কীভাবে তার অফিসিয়াল কাজগুলি করার মধ্যেও সন্তানের যত্ন নেন, তিনি বলেছিলেন যে তাঁর আইনজীবী স্বামী এবং মাও এই কাজে তাদের সমর্থন করেন। আর তার সন্তান হওয়ার পরেই লক ডাউন ঘোষণা হয়। তখন তাকে কাজে ফিরতেই হতো। কাজের সময় প্রতি চার ঘন্টা পরে তিনি তার বাড়িতে যান যাতে সে তার ছেলের দুধ খাওয়াতে পারে।

তারপরে তিনি আবার কাজে ফিরে আসেন।এমন পরিস্থিতিতে কাজ করা সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাই শ্রীজনা বলেছিলেন যে জেলা প্রশাসন করোনার ভাইরাসের মোকাবিলা করার জন্যে আপ্রাণ চেষ্টা করছে, তাই কাজে ফিরে আসা দরকার ছিলো। এখন ঘর বাইরে দুটোই সামলাতে হচ্ছে।


সম্পর্কিত খবর