সংসার ছেড়ে কখনও বেরোতে পারেন নি মা! চাকরি পেয়ে বিদেশ সফরে নিয়ে গেলেন ছেলে

বাংলাহান্ট ডেস্ক : সংসারের জন্য মা কখনো পা রাখেননি গ্রামের বাইরে। তার কোন ধারনাই ছিল না কেমন দেখতে হয় বিমান (Plane)। তাই চাকরি পেয়ে সম্পূর্ণ অন্য জগত দেখাতে মাকে নিয়ে বিদেশ গেল এক ছেলে। বিদেশ (Foreign Tour) ভ্রমণরত মা ছেলের সেই ছবি এখন মন কেড়েছে নেটিজেনদের (Netizen)। পেশায় ব্লকচেন ডেভলপার ওই যুবকের নাম দত্তাত্রে জে।

বর্তমানে যিনি চাকরির সূত্রে থাকেন সিঙ্গাপুরে (Singapore)। বাড়ি এসেছিলেন কিছুদিন আগে। বাড়ি এসে তিনি নিয়ে যান তার মাকে। সিঙ্গাপুরে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখান তাকে। এরই সাথে মায়ের সাথে তোলেন ছবি। অনেকদিন আগেই বাবাকে হারিয়েছেন জে। সিঙ্গাপুরে বাবাকে নিয়ে আসতে পারলেন না বলে আফসোস রয়ে গেছে তার মনে।

মা ছেলের আবেগঘন এই ছবি এখন মন কেড়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজেদের সমস্ত শখ-আহ্লাদ বিসর্জন দিয়ে প্রত্যেকটি বাবা-মা খেয়াল রাখেন তার সন্তানদের। এর পরিবর্তে সন্তানেরও উচিত তাদের সেই ঋণের সামান্য টুকু হলেও শোধ করা। মাকে নিয়ে বিদেশ ভ্রমণ করা এই ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় মন ছুঁয়ে গিয়েছে লক্ষ লক্ষ মানুষের।

Mother son Singapore

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিয়ে জে লিখেছেন,”আমাদের পুরো পরিবারে মা প্রথম যিনি বিদেশের মাটিতে পা দিয়েছেন। এছাড়াও আমরা যে গ্রামের বাসিন্দা সেই গ্রামের কেউ আগে বিদেশে আসেনি। আমার মা কোনভাবে সবার থেকে এগিয়ে থাক এটা আমি চেয়েছিলাম। তাই সিঙ্গাপুর ঘোরাতে নিয়ে এসেছি। নিজের সংসার ছেড়েও কখনো বেরোননি মা। মায়ের সফর শুরু হোক বিদেশ দিয়েই। ”

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর