সদ্যোজাতকে ফেলে দিয়েছিল মা, নিজের ছানা ভেবে সারারাত আগলে রাখল কুকুর

বাংলা হান্ট ডেস্কঃ সারারাত ধরে মানুষের বাচ্চাকে পাহারা দিল কুকুর মা। একদিনের শিশুকন্যাকে নিজের সন্তানের মত করেই আগলে রাখল কুকুরটি। মানুষের মধ্যেকার মনুষ্যত্ব হারিয়ে গেলেও, পশুপাখিদের মধ্যে থেকে মানবিকতা বোধ যে একেবারেই চলে যায়নি, তার আরও একবার প্রমাণ মিলল।

ঘটনাটি ঘটেছে লোরমি থানা এলাকার সরিস্তাল গ্রামের পাড়াওয়াটে। সেখানে কুকুরের বাচ্চাদের মধ্যে নিজের সন্তানকে সম্ভবত ফেলে রেখেই চলে যায় সদ্যোজাতের মা। একদিনের শিশুকন্যাকে ছেড়ে যাওয়া মায়ের থেকে বেশি যত্নে রাখল কুকুর মা। নিজের সন্তানদের সঙ্গেই ওই একদিনের শিশুটিকে আগলে রাখল কুকুরটি। ক্ষতি করল না একটুও।

mungeli news in hindi

পরদিন সকালে কুকুরের বাচ্চাদের মধ্যে একটি মনুষ্য শিশুকে দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে এলাকাবাসীরা। খবর দেয় লোরমি থানায়। খবর পেয়ে সেখানে উপস্থিত হল স্থানীয় পুলিশবাহিনী। তাঁরা শিশুটিকে স্থানীয়দের থেকে নিয়ে ৫০ শয্যা বিশিষ্ট মাতৃশিশু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। যেখানে প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে মুঙ্গেলিতে স্থানান্তর করা হয়।

এবিষয়ে পুলিশ জানায়, সরিস্তাল গ্রামের গ্রামবাসীরা একটি সদ্যজাত শিশুর সন্ধান পেয়ে থানায় খবর দেয়। কুকুরের বাচ্চাদের মধ্যে থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। বর্তমানে মুঙ্গেলি চাইল্ড কেয়ারে চিকিৎসা চলছে শিশুটির। এই বিষয়ে এখনও সন্দেহভাজন কাউকে না পাওয়া গেলেও, তদন্তের পর মামলা দায়ের করা হবে।


Smita Hari

সম্পর্কিত খবর