১,২ নয়; ৩০ বার! নতুন প্রেমিককে সঙ্গী করে ৭৪ বছর বয়সে মা হতে চলেছে ‘জ্ঞানবতী!’

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে বিশ্বের প্রবীণতম জীবিত বন্য পাখি উইজডম (Wisdom)। শুধু বয়সের দিক থেকে নয়, আরো একটি কারণে এই পাখিটি উঠে এসেছে খবরের লাইম লাইটে। লেজঁ অ্যালব্যাট্রস প্রজাতির এই পাখিটিকে নিয়ে বিস্ময়ের শেষ নেই। ৭৪ বছর বয়সী উইজডম ফের একবার মা হতে চলেছে।

ফের মা হচ্ছে উইজডম (Wisdom)

ডিম ফুটে আগামী কয়েক মাসের মধ্যেই জন্ম নেবে বিশ্বের প্রবীণতম জীবিত বন্য পাখির ছানা। সত্তরোর্ধ্ব জ্ঞানবতীকে নিয়ে কৌতূহলের শেষ নেই বিজ্ঞানীদের। প্রশান্ত মহাসাগরের (Pasific Ocean) কোলে মার্কিন যুক্তরাষ্ট্রের ছোট্ট দ্বীপ মিডওয়ে অ্যাটলের অভয়ারণ্যে গত ২৭শে নভেম্বর ডিম পাড়ে ৭৪ বছর বয়সী উইজডম।

Wisdom

আমেরিকার ম‍‍‍‍ৎস্য ও বন্যপ্রাণ দফতরের গবেষকরা অনুমান করছেন, আগামী ২ মাসের মধ্যে জ্ঞানবতীর ডিম ফুটে বেরিয়ে আসবে বাচ্চা। ২০২১ সালে শেষবার বাচ্চার জন্ম দেয় এই পাখিটি (Bird)। এইবার নতুন বাচ্চা জন্ম নিলে ৩০ বারের জন্য মা হবে জ্ঞানবতী। ৭৪ বছরের উইজডমের (Wisdom) এখন সঙ্গী তার নতুন প্রেমিক। তাকে নিয়ে বেশ ভালই দিন কাটছে তার।

আরোও পড়ুন : সপরিবারে প্রধানমন্ত্রীর কাছে হাজির কাপুররা! কী চলছে রণবীর-করিনাদের বাড়ির অন্দরে?

প্রাণী গবেষকরা বলছেন, এতদিন পর্যন্ত বেঁচে থাকা ও বাচ্চার জন্ম দেওয়া নিঃসন্দেহে বিস্ময়ের। আগামী কয়েক মাসের মধ্যেই ৩০ বারের জন্য মা হতে চলেছে এই প্রবীণা পাখিটি। ওয়াইল্ডলাইফ সার্ভিসের কর্মকর্তারা জানাচ্ছেন,  প্রশান্ত মহাসাগরীয় প্রবালপ্রাচীরে ২০০৬ সালে ফিরিয়ে আনা হয়েছিল উইজডম এবং তার সঙ্গী আকিকামাইকে।

প্রতিবছর এখানে ডিম পাড়তে ও বাসা তৈরি করতে আসত উইজডম (Wisdom)। তবে গত চার বছর উইজডম ডিম দেয়নি। এমনকি সন্ধান ছিল না আকিকামাইয়েরও। তবে উইজডম এবং তার সঙ্গী আকিকামাই ফিরে আসে গত সপ্তাহে। তার জেরেই সম্ভব হয়েছে এটি। এখন অপেক্ষা ডিম ফুটে বাচ্চা জন্ম নেওয়ার।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X