এক চার্জে দৌড়বে ১২০ KM, চালানো যাবে প্যাডেল করেও! লঞ্চ হল সস্তার ইলেকট্রিক বাইক

বাংলাহান্ট ডেস্ক: দেশের ইলেকট্রিক বাইকের (Electric Vehicle) বাজারে একের পর এক নিত্যনতুন সংস্থা প্রবেশ করছে। তারা একের পর এক উন্নত মানের বাইক আনছে। যা আরোহীকে আরামের সঙ্গে প্রযুক্তিগত সুবিধাও দেবে। সবচেয়ে ভাল বিষয়, এই বাইকগুলির দামও সাধ্যের মধ্যেই। ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ির দাম এখনও আকাশছোঁয়া। তাই মধ্যবিত্ত এখনও পেট্রোল-ডিজেল চালিত গাড়িই বেছে নিচ্ছে। 

ইলেকট্রিক বাইকের বাজারে ঢুকে পড়েছে কলকাতার সংস্থা মোটোভোল্ট প্রাইভেট লিমিটেডও। তারা এমন একটি ই-বাইক এনেছে যা চালানো খুব সহজ। এমনকী প্যাডেল করেও চালানো যাবে। এতে রয়েছে উন্নতমানের ফিচার্স এবং অত্যাধুনিক প্রযুক্তি। এটির ডিজাইন যুব সম্প্রদায়ের কথা মাথায় রেখে করা হয়েছে। পাশাপাশি আরোহীর আরামের কথাও ভাবা হয়েছে। এছাড়াও এক চার্জে এটি ১২০ কিলোমিটার পাড়ি দিতে পারবে। এমনই দাবি সংস্থার।

Motovolt Urban E-Bike

সবচেয়ে মজার ব্যাপার হল এই ই-বাইক কিনতে ও চালাতে কোনও লাইসেন্স বা রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। এটির নাম Motovolt URBN। এই বাইকটি একটি BIS অনুমোদিত ব্যাটারির দ্বারা চালিত। এই ব্যাটারিটি খুবই সহজে পালটানো যায়। এছাড়াও এতে একটি প্যাডেল অ্যাসিস্ট সেন্সর রয়েছে। পাশাপাশি এতে একাধিক রাইডিং মোড রয়েছে। এর মাধ্যমে আরোহী চাইলে প্যাডেলও করতে পারেন আবার স্বয়ংক্রিয়ভাবেও চালাতে পারেন। 

একইসঙ্গে এতে একটি চাবির ব্যবস্থাও রয়েছে। যেটি এই বাইকটিকে চালু করতে সাহয্য করে। একইসঙ্গে হ্যান্ডেল লক ও অন্যান্য ফিচার্সও আছে। লাইসেন্স ও রেজিস্ট্রেশন না থাকায় এই বাইকটি ক্রেতাদের কাছে খুবই উপভোগ্য হতে চলেছে। এই ইলেকট্রিক বাইকটি কিনতে খরচ হবে মাত্র ৪৯ হাজার ৯৯৯ টাকা। Motovolt URBN-এর বুকিং চালু হয়ে গিয়েছে। মাত্র ৯৯৯ টাকা দিলেই এই ই-বাইকের বুকিং করতে পারবেন আপনিও।

মোটোভোল্ট সংস্থার যাত্রা শুরু হয়েছিল ২০২০ সালে কলকাতায়। হিমাদ্রি গ্রুপ অফ কোম্পানিজের প্রাক্তন প্রোমোটার তুষার চৌধুরী এই সংস্থাটি চালু করেন। তিন বছর আগে এই স্টার্ট আপটি ই-সাইকেল লঞ্চ করেছিল। ইতিমধ্যেই গোটা ভারত ও আশেপাশের দেশগুলিতেও তাদের দেখা যায়। ইলেকট্রিক বাইক লঞ্চের প্রসঙ্গে তুষারবাবু জানিয়েছেন, তিনি বগু বছর ধরে চিনে সফর করছেন। তিনি বুঝতে পারেন যে ভারতে স্বল্প দূরত্বে দূষণমুক্তভাবে যাতায়াতের ক্ষেত্রে অনেক বড় খামতি রয়েছে। সেই কারণেই তিনি ই-সাইকেল ও ই-বাইক লঞ্চ করেছেন। 

Subhraroop

সম্পর্কিত খবর