বাংলা হান্ট ডেস্কঃ অযোধ্যা রায় ভারতের ইতিহাসে এক অন্যতম ঐতিহাসিক রায়। তবে এর প্রেক্ষাপট যতটাই পুরাণের সাথে মিলানো যায় ততটাই যেন আরো গভীরে প্রবেশ করে। কিন্তু এ নিয়ে মতভেদ থাকলেও শান্তি প্রতিষ্ঠায় সকলেই প্রায় একমত হয়েছেন। এই রায় ভারতকে সর্বধর্ম সমন্বয়ের এক নতুন দিক দেখাবে বলে রাজনৈতিক মহলের ব্যাখ্যা। কিন্তু কিছু মুসলিম সংগঠন সামাজিক মাধ্যম থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় এর একটি নেতিবাচক দিকের প্রভাব ফেলার চেষ্টা করছেন। সেখানে মসজিদ হবে বলেই দাবি করে বসেন। আরো উত্তাপ বৃদ্ধি পায়। কিন্তু এটা মোটেও একটা সুস্থ দেশের পক্ষে কাম্য নয়। দেশের সর্বোচ্চ আদালতের রায় কে মান্যতা দেওয়ার সকলের প্রয়োজন আছে। সেখানেই এবার এমন এক শান্তির বার্তা দিলেন মুসলিমদের দূত।
মাওলানা সালমান নদভী বলেন, “বাবরি মসজিদ নিয়ে আজ যে রায় হয়েছে, দেশের শান্তি বিবেচনায় সে মামলার রায় মেনে নেয়া দরকার। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে আমি মনে করি সুন্দর একটি রায় হয়েছে। আমি এমন একটি রায়ের জন্যই চেষ্টা করে আসছি একবছর আগ থেকে। এ মামলার জন্য উভয় পক্ষ থেকে মধ্যস্থতা কমিটি করা হয়েছিলো। তাতে আমি ছিলাম। চেষ্টা করেছি এমন একটি ফায়সালার জন্য যেনো ভারতে বাবরি মসজিদ নিয়ে বহু বছর ধরে হিন্দু-মুসলিম দাঙ্গার অবসান হয়।
, আদালত বাবরি মসজিদের জমি হিন্দুদের দিয়ে দিলেও মসজিদ নির্মাণের জন্য সরকার ৫ একর জমি দেয়ার ঘোষণা দিয়েছে। আমি মনে করি একটি সুন্দর ফায়সালা হয়েছে। মুসলমানদের উচিৎ সেখানে একটি মসজিদ ও শিক্ষাকেন্দ্র গড়ে তোলা।”