ক‍্যামেরার সামনেই পোশাক খুলে কেলেঙ্কারি! সম্মান বাঁচাতে ব‍্যস্ত রাস্তার মাঝে ছুট লাগালেন মৌনি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তারকারা ক‍্যামেরার সামনে যতই সাবলীল হোন না কেন, মাঝে মাঝেই বিপত্তির সম্মুখীন হতেই হয় তাঁদের। ওয়াড্রোব ম‍্যালফাংশনের (wardrobe malfunction) সম্মুখীন হননি এমন অভিনেতা বা অভিনেত্রীর সংখ‍্যা খুবই কম। জনসমক্ষে পোশাক খুলে গিয়ে কেলেঙ্কারির একশেষ হতে হয়েছে। বদলে সহানুভূতির জায়গায় উড়ে এসেছে কটাক্ষ। এমন পোশাক পরারই বা কী দরকার? প্রশ্ন ছুঁড়েছেন নেটনাগরিকরা।

ঠিক এমনটাই সম্প্রতি ঘটল বাঙালি অভিনেত্রী মৌনি রায়ের (mouni roy) সঙ্গে। আন্ধেরিতে টি সিরিজের অফিসের সামনে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন অভিনেত্রী। একটি রঙিন হল্টার নেক পোশাক পরেছিলেন তিনি। ক‍্যামেরার সামনে পোজ দিতে রাজি হলেও স্পষ্ট বোঝা যাচ্ছিল অস্বস্তি হচ্ছে তাঁর। বারে বারে হাত চলে যাচ্ছে পোশাকে।


এরপরেই হঠাৎ মুম্বইয়ের ব‍্যস্ত রাস্তার মধ‍্যে দিয়ে নিজের গাড়ির দিকে ছুটতে শুরু করেন মৌনি। পাপারাৎজিও ছাড়নে ওয়ালা নয়। তারা ক‍্যামেরা নিয়ে ধাওয়া করেন অভিনেত্রীকে। নিজের গাড়িতে উঠে বসতেই মৌনির ঘাড়ের কাছে বাঁধা পোশাকছর ফিতেটা কিছুটা ঢিলে হয়ে নীচে নেমে আসে। মোক্ষম সময়ে গাড়িতে উঠে পড়লেও কেলেঙ্কারি পুরোটা আটকাতে পারেননি মৌনি।

নেটমাধ‍্যমের দৌলতে মুহূর্তের মধ‍্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। সুযোগ পেয়ে কটাক্ষ শানাতে ছাড়েননি নেটিজেনরাও। তাদের প্রশ্ন, এমন পোশাক পরাই কেন যাতে অস্বস্তি হয়? আবার আরেকজন কটাক্ষ করেছেন, যে পোশাক বারে বারে সামলাতে হয় সে পোশাক না পরাই ভাল।

https://www.instagram.com/p/CTM1orIjFXX/?utm_medium=copy_link

প্রসঙ্গত, শেষবার লন্ডন কনফিডেন্সিয়াল ওয়েব সিরিজে দেখা গিয়েছিল মৌনিকে। এরপর রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে ব্রহ্মাস্ত্র ছবিতে স্ক্রিন শেয়ার করবেন তিনি। ছবিতে তাঁর চরিত্রের নাম দময়ন্তী।

X