ঘোল খাওয়ালেন মৌনি! দক্ষিণী সাজে সেজে বিয়ে সারলেন বাঙালি অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গুঞ্জন ছিল খাঁটি বাঙালি রীতিতে বিয়ে করবেন মৌনি রায় (mouni roy)। কোচবিহারের বাঙালি মেয়ের বিয়েতেও বাঙালি ছোঁয়া থাকবে। কিন্তু কোথায় কী! আপাদমস্তক দক্ষিণী কনের সাজে সেজে বিয়ের পিঁড়িতে বসলেন মৌনি। প্রকাশ‍্যে এসেছে তাঁর বিয়ের প্রথম ছবি।

লাল ও সোনালি পাড়ের সাদা শাড়িতে সেজেছিলেন মৌনি। সঙ্গে ট্রাডিশনাল দক্ষিণ ভারতীয় গয়না, খোঁপায় গজরা লাগিয়েছিলেন অভিনেত্রী। পাশে সূরজকে দেখা গেল ঘিয়ে কুর্তা ও সাদা ধুতিতে। গায়ক মনমীত সিং প্রথম প্রকাশ‍্যে আনেন মৌনির বিয়ের ছবি। এছাড়াও অভিনেত্রীর ফ‍্যানপেজের তরফে একাধিক ছবি, ভিডিও ভাইরাল হয়েছে।


প্রথমে দক্ষিণী রীতিতে বিয়ে সারলেও পরবর্তীতে বাঙালি রীতিতেও বিয়ে হবে বলে জানা যাচ্ছে। অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুদের মধ‍্যে গোয়ায় বিয়েতে উপস্থিত ছিলেন মন্দিরা বেদী, আশকা গোরাডিয়া, অর্জুন বিজলানির মতো তারকারা।
বুধবার হয়েছে গায়ে হলুদ ও মেহেন্দি অনুষ্ঠান।

https://www.instagram.com/p/CZON6JYMdsb/?utm_medium=copy_link

 

https://www.instagram.com/tv/CZOOCN_qO8U/?utm_medium=copy_link

 

হবু বর কনের একসঙ্গেই হলদি অনুষ্ঠান হয়েছে। এদিন সাদা লেহেঙ্গা চোলিতে সেজেছিলেন মৌনি, সঙ্গে সাদা ফুলের গয়না। হবু স্ত্রীর মতো সূরজ নাম্বিয়ারও পরেছিলেন সাদা কুর্তা পাজামা। বড়সড় দুটো গোল সোনালি টাবের মধ‍্যে বসানো হয়েছিল দুজনকে। সেখানে বসিয়েই হলুদ মাখানো হয় তাঁদের। হলদি অনুষ্ঠান সেরেই সূরজকে জড়িয়ে ধরেন মৌনি।

https://www.instagram.com/tv/CZORIoeK8MM/?utm_medium=copy_link

 

https://www.instagram.com/p/CZORaoqMxeP/?utm_medium=copy_link

একই দিনে হয়েছে মেহেন্দি সেরেমনিও। এই অনুষ্ঠানের থিম অনুযায়ী হলুদ লেহেঙ্গা ও গয়নায় সেজে উঠেছিলেন অভিনেত্রী। এদিন রাতে সুরজকে জড়িয়ে ধরে প্রথমবার একটি যুগল ছবি শেয়ার করেন মৌনি। সঙ্গে লেখেন, ‘সবকিছু। হরি ওম। ওম নমঃ শিবায়।’

https://www.instagram.com/mouniroy.fan.base/p/CZOSXMDsqtl/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CZOUaXBMLz6/?utm_medium=copy_link

কিছুদিন আগেই বিয়ের খবরে শিলমোহর দিয়েছিলেন মৌনি। এতদিন বিষয়টা নিয়ে মুখ বন্ধই রেখেছিলেন তিনি। সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় অভিনেত্রীকে পেয়েই ঘিরে ধরে পাপারাৎজি।প্রথমটা তাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে ক‍্যামেরার জন‍্য পোজ দেন মৌনি। আসন্ন বিয়ের জন‍্য তাঁকে শুভেচ্ছা জানানো হলে ধন‍্যবাদও বলেন তিনি।

X