বাংলাহান্ট ডেস্ক: খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মৌনি রায় (mouni roy)। পাত্র দীর্ঘদিনের প্রেমিক সূরজ নামবিয়ার। এবার প্রেমের সম্পর্কে শিলমোহর বসানোর কথা ভাবছেন মৌনি। চলতি মাসের শুরুতেই মাকে নিয়ে হবু স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেত্রী। পরিকল্পনা ছিল অনেক আগেই বিয়ে করার। কিন্তু করোনার জন্য নাকি বাধ্য হয়ে পিছিয়ে দিতে হয় সবকিছু। এরপর থেকে আর বিয়ে নিয়ে কোনো উচ্চবাচ্যই করেননি মৌনি।
তবে অভিনেত্রীর বিয়ে নিয়ে এবার মুখ খুললেন তাঁরই তুতো ভাই বিদ্যুৎ রায় সরকার। তারকা দিদির বিয়ের দিনক্ষণ ফাঁস করে দিয়েছেন তাঁরই ভাই। আগামী বছরের প্রথমেই নাকি আসতে চলেছে সেই শুভক্ষণ। সূরজের সঙ্গে জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসছেন মৌনি।
পাত্র থাকেন দুবাইতে। সেখানেই তাঁর ব্যবসা। তাই দুবাই বা ইটালিতেই বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে তাঁদের। তবে শোনা যাচ্ছে, মৌনির ইচ্ছা নিজের দেশের বাড়ি কোচবিহারেও বিয়ের অনুষ্ঠান করার। মুম্বইয়ে আসার আগে এখানেই ছোটবেলাটা কেটেছে মৌনির। তাই কোচবিহারের সঙ্গে মনের আলাদা যোগ রয়েছে তাঁর। যে কারণে জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়ের শুরুটা এখান থেকেই করতে চান তিনি।
চলতি বছরের শুরুর দিকে মৌনির ঘনিষ্ঠ বান্ধবী মন্দিরা বেদীর বাড়িতেই আয়োজন হয়েছিল সবকিছু। দুই পরিবারের সাক্ষাতের ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছিলেন মৌনি।
তার আগে দুবাইতে ভ্যাকেশনে গিয়ে ভাইরাল হয় মৌনি ও সূরজের ছবি। গোটা লকডাউনটাই দুবাইতে নিজের দিদির বাড়িতেই কাটিয়েছিলেন মৌনি।
তবে সেই সময় ভাইরাল ছবির প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন সূরজ শুধুমাত্র তাঁর ভাল বন্ধু। কিন্তু কিছুদিন আগেই সূরজের বাবা মাকে নিজের বাবা মা বলে মন্তব্য করেন মৌনি। তখনি স্পষ্ট হয়ে যায় দুজনের সম্পর্ক।
শেষবার লন্ডন কনফিডেন্সিয়াল ছবিতে দেখা গিয়েছিল মৌনিকে। আগামীতে রণবীর আলিয়ার সঙ্গে ব্রহ্মাস্ত্র ছবিতে স্ক্রিন শেয়ার করবেন তিনি। বলিউডে কয়েকটি ছবিতে কাজ করলেও এখনো তেমন ভাবে জায়গা পাকা করতে পারেননি মৌনি। এরই মাঝে বিয়েটা সেরে নিতে চলেছেন তিনি।