লকডাউনে ভগবত গীতা পড়ে সময় কাটাচ্ছেন মৌনি রায়, করলেন বাকিদেরও পড়ার অনুরোধ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মৌনি রায় (mouni roy) এখন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। প্রথমে ধারাবাহিক দিয়ে কাজ শুরু করেন তিনি। সেখানেও বেশ জনপ্রিয়তা পান মৌনি। তাঁর অভিনীত নাগিন ধারাবাহিকের চরিত্র এথনও মনে গেঁথে রয়েছে মানুষের। তারপরেই পান বিগ ব্রেক। অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড ছবিতে অভিনয় করার সুযোগ পান তিনি। চরিত্রটি ছোট হলেও স্বল্প সময়েই নিজের অভিনয় দক্ষতা প্রকাশ করেছিলেন অভিনেত্রী।


অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন মৌনি। ব্যস্ত শিডিউল থেকে কিছুদিনের বিরতি নিয়ে প্রায়ই নানা জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। সেই সব ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও শেয়ার করেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/B-9a3luJd_-/?igshid=1hxy1qyopimxb

তবে এখন গৃহবন্দি হয়ে রয়েছেন মৌনি। প্রধানমন্ত্রী মোদী ঘোষনা করেছেন আগামী ৩রা মে পর্যন্ত পুরো দেশেই মানা হবে দ্বিতীয় দফার লকডাউন। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। ব‍্যতিক্রম নন তারকারাও। বলিউড থেকে টলিউড সব তারকারাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বাড়িতে থেকেই নানা কার্যকলাপের ছবি, ভিডিও শেয়ার করছেন তাঁরা। বাদ যাননি এই বাঙালি কন‍্যাও।

https://www.instagram.com/p/B_AHm4JpYID/?igshid=1do9x8xuz9rh0

 

লকডাউনেরশুরু থেকেই নানা কাজে নিজেকে ব‍্যস্ত করে রেখেছেন মৌনি। কখনও বই পড়ছেন, কখনও রান্না করছেন আবার কখনও ছবি এঁকে সময় কাটাচ্ছেন তিনি। আর এবারে তাঁকে দেখা গেল ভগবত গীতা পড়তে। ছবির ক‍্যাপশনে গীতার শ্লোকের ব‍্যাখ‍্যাও দিয়েছেন মৌনি।

https://www.instagram.com/p/B_H762PpwJ8/?igshid=zxhr56b6gh1r

ইতিমধ‍্যেই ২ লাখের বেশি লাইক পড়ে গিয়েছে মৌনির এই ছবিতে। অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অভিনেত্রী অনুষ্কা শর্মাও বাহবা দিয়েছেন তাঁকে। প্রসঙ্গত, কাজের চাপ এখন অনেকটাই কম। আর এমনিতেও ব‍্যস্ত শিডিউলে সময় বেশি পান না অভিনেত্রী। তাই এই কয়েকটা দিন চুটিয়ে উপভোগ করে নিচ্ছেন মৌনি রায়।

X