স্বল্প অন্তর্বাসের উপর ফিনফিনে জালের পোশাক, চাবুক ফিগারে ডিসেম্বরের শেষে তাপমাত্রা বাড়ালেন মৌনি

বাংলাহান্ট ডেস্ক: মৌনি রায় (mouni roy) এখন বলিউডের (bollywood) জনপ্রিয় অভিনেত্রী। প্রথমে ধারাবাহিক দিয়ে কাজ শুরু করেন তিনি। সেখানেও বেশ জনপ্রিয়তা পান মৌনি। তাঁর অভিনীত নাগিন ধারাবাহিকের চরিত্র এখনও মনে গেঁথে রয়েছে মানুষের। তারপরেই পান বিগ ব্রেক। অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড ছবিতে অভিনয় করার সুযোগ পান তিনি। চরিত্রটি ছোট হলেও স্বল্প সময়েই নিজের অভিনয় দক্ষতা প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন মৌনি। ব্যস্ত শিডিউল থেকে কিছুদিনের বিরতি নিয়ে প্রায়ই নানা জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। সেই সব ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও শেয়ার করেন অভিনেত্রী।

Mouni Roy 2 1
তবে লকডাউনের জন‍্য দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন মৌনি। তখনও প্রায়দিনই নানান ছবি, ভিডিও শেয়ার করে অনুরাগীদের মাতিয়ে রেখেছিলেন অভিনেত্রী। কখনও তাঁকে দেখা গিয়েছে পরিবারের জন‍্য রান্না করতে আবার কখনও ছবি এঁকে, বই পড়ে সময় কাটিয়েছেন মৌনি।

https://www.instagram.com/p/CJa3nXyhldS/?igshid=1ac4qptmxo655

https://www.instagram.com/p/CJa3PGyhLDs/?igshid=qiuw5db93dms

তবে এখনই কোনো নতুন ছবির শুটিং শুরু করেননি মৌনি। সময় কাটাচ্ছেন শরীরচর্চা, রান্নাবান্না, খাওয়াদাওয়া ও পরিবার বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মেরে। সম্প্রতি মৌনির বেশ কিছু নতুন ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

https://www.instagram.com/p/CJa3NgmBnV6/?igshid=o1iiyulzqnrv

কালো অন্তর্বাসের উপর পাতলা জাল পরে ক‍্যামেরাবন্দি হয়েছেন মৌনি। পরপর ভিন্ন ভিন্ন কয়েকটি পোজে ফটোশুট করেছেন তিনি। বছর শেষে চরম হট অবতারে ধরা দিয়েছেন মৌনি। বাঙালি কন‍্যেকে দেখে চোখ কপালে উঠেছে নেটজনতার।

https://www.instagram.com/p/CJQp-REB4aM/?igshid=1tja0uwc0s6t7

https://www.instagram.com/p/CJI8upsh7Mb/?igshid=jqglykarivl4

কয়েক মাস আগেই ভারত ছেড়ে লন্ডনে পাড়ি দিয়েছেন মৌনি‌। সেখানেই কাটিয়েছেন লকডাউনের শেষের সময়টা। এখনও বিদেশেই রয়েছেন তিনি। তবে অনুরাগীদের জন‍্য সোশ‍্যাল মিডিয়ায় মাঝে মাঝেই আপডেট দিচ্ছেন। এর আগে ওয়েব সিরিজ লন্ডন কনফিডেন্সিয়ালে দেখা গিয়েছিল মৌনিকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর