বাংলাহান্ট ডেস্ক: হিন্দি টেলিভিশন ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করে এখন বলিউডে (bollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায় (mouni roy)। মাত্র কয়েক বছর ইন্ডাস্ট্রিতে থেকেই হাল হকিকত বুঝে গিয়েছেন এই বাঙালি কন্যে। সোশ্যাল মিডিয়াতেও অব্যাহত রয়েছে মৌনির জলবা।
সম্প্রতি ফের একবার লাইমলাইটে উঠে এসেছে মৌনি রায়ের নাম। সারা দেশের স্কুলের পাঠ্যক্রমে হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতার স্থান পাওয়া উচিত। স্কুলে পড়ার সময় থেকেই ভগবত গীতা পড়া উচিত পড়ুয়াদের। তিনি নিজেও লকডাউনের সময় গীতা পড়ে তার মাহাত্ম্য বুঝতে পেরেছেন বলে মন্তব্য করেন মৌনি।
মৌনি জানান, ছোটবেলায় পড়ে গীতার অর্থ বুঝতে পারেননি তিনি। কিন্তু দীর্ঘ লকডাউনের সময় গৃহবন্দি হয়ে গীতা পড়েন মৌনি ও তার মাহাত্ম্য উপলব্ধি করেন। লকডাউন চলাকানীল অভিনেত্রীর এক বন্ধু ভগবত গীতা পড়ার অনলাইন ক্লাস চালু করেন। ব্যস্ততার জন্য কিছু ক্লাস মিস করলেও গীতা পড়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন মৌনি।
অভিনেত্রী আরো বলেন, ভগবত গীতা মানুষকে ইতিবাচক হতে সাহায্য করে। কোনো সমস্যার সমাধান খুঁজে না পেলে ভগবত গীতার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান পাওয়া সম্ভব। শুধু ভারত নয়, সারা বিশ্বের মানুষেরই ভগবত গীতা পড়া উচিত বলে মন্তব্য করেন মৌনি।
https://www.instagram.com/p/CE6EMcCppj3/?igshid=jwfw7h3vzjxq
মৌনির কথায়, বেটি বাঁচাও বেটি পড়াও এর কথাই সকলে বলে কিন্তু বেটাদের কথা কেউ বলে না। কিন্তু সামাজিক স্বার্থের কথাটাও সকলকে ভাবতে হবে। তাই ভগবত গীতা পাঠ করা জরুরি বলে মন্তব্য করেন মৌনি। গীতা সমাজের সব স্তরের মানুষের মনের বিকাশ করবে।
প্রথমে ধারাবাহিক দিয়ে কাজ শুরু করেন মৌনি। সেখানেও বেশ জনপ্রিয়তা পান তিনি। তাঁর অভিনীত নাগিন ধারাবাহিকের চরিত্র এখনও মনে গেঁথে রয়েছে মানুষের। তারপরেই পান বিগ ব্রেক। অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড ছবিতে অভিনয় করার সুযোগ পান তিনি। চরিত্রটি ছোট হলেও স্বল্প সময়েই নিজের অভিনয় দক্ষতা প্রকাশ করেছিলেন অভিনেত্রী।