মালাবদল থেকে সিঁদুরদান, বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করলেন মৌনি

বাংলাহান্ট ডেস্ক: সাত পাক ঘুরে সাত জন্মের জন‍্য বাঁধা পড়লেন মৌনি রায় (mouni roy) ও সূরজ নাম্বিয়ার (suraj nambiar)। গোয়াতে মালয়ালি রীতিতে বিয়ে সারলেন অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমিকের গলাতেই মালা পরালেন বাঙালি অভিনেত্রী। সোশ‍্যাল মিডিয়ায় মালাবদল থেকে শুরু করে সিঁদুরদানের ছবি শেয়ার করেছেন মৌনি।

অভিনেত্রীর বিয়ের ছবি, ভিডিও অবশ‍্য আগেই ভাইরাল হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। বিশেষ রাখঢাক করেননি মৌনি। বিয়ের ঘন্টা কয়েক আগেই  হবু বরের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিতে ছবি শেয়ার করেছিলেন। এবার বিয়ের আনুষ্ঠানিক ছবিও শেয়ার করলেন অভিনেত্রী।
বরের বাড়ির নিয়ম মেনেই মালয়ালি রীতিতে বিয়ে হয়েছে সূরজ মৌনির।

IMG 20220127 120923
লাল ও সোনালি পাড়ের সাদা শাড়িতে সেজেছিলেন মৌনি। সঙ্গে ট্রাডিশনাল দক্ষিণ ভারতীয় গয়না, খোঁপায় গজরা লাগিয়েছিলেন অভিনেত্রী। পাশে সূরজকে দেখা গেল ঘিয়ে কুর্তা ও সাদা ধুতিতে। বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। প্রথম ছবিতে মৌনির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে দেখা যাচ্ছে সূরজকে। মালাবদল, মঙ্গলসূত্র পরানোর ছবিও শেয়ার করেছেন মৌনি।

ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘অবশেষে ওকে খুঁজে পেলাম। হাতে হাত ধরে, পরিবার ও বন্ধুদের আশীর্বাদ নিয়ে আমরা বিয়ে করে নিলাম! সবার ভালবাসা ও আশীর্বাদ চাই।’ কমেন্ট বক্সে শুভেচ্ছা পাঠিয়েছেন কঙ্গনা রানাওয়াত, করন জোহর, অনুষ্কা শর্মা, রাজকুমার রাও, রাহুল বৈদ‍্য, দিশা পারমার রা।

https://www.instagram.com/p/CZOhKuGtUck/?utm_medium=copy_link

বুধবার হয়েছে মৌনির গায়ে হলুদ ও মেহেন্দি অনুষ্ঠান। হবু বর কনের একসঙ্গেই হলদি অনুষ্ঠান হয়েছে। এদিন সাদা লেহেঙ্গা চোলিতে সেজেছিলেন মৌনি, সঙ্গে সাদা ফুলের গয়না। হবু স্ত্রীর মতো সূরজ নাম্বিয়ারও পরেছিলেন সাদা কুর্তা পাজামা। বড়সড় দুটো গোল সোনালি টাবের মধ‍্যে বসানো হয়েছিল দুজনকে। সেখানে বসিয়েই হলুদ মাখানো হয় তাঁদের। হলদি অনুষ্ঠান সেরেই সূরজকে জড়িয়ে ধরেন মৌনি।

একই দিনে হয়েছে মেহেন্দি সেরেমনিও। এই অনুষ্ঠানের থিম অনুযায়ী হলুদ লেহেঙ্গা ও গয়নায় সেজে উঠেছিলেন অভিনেত্রী। এদিন রাতে সুরজকে জড়িয়ে ধরে প্রথমবার একটি যুগল ছবি শেয়ার করেন মৌনি। সঙ্গে লেখেন, ‘সবকিছু। হরি ওম। ওম নমঃ শিবায়।’

Niranjana Nag

সম্পর্কিত খবর