সমুদ্রসৈকতে নীল বিকিনিতে মৌনি, গৃহবন্দি হয়ে ডুব দিলেন নস্টালজিয়ায়

বাংলাহান্ট ডেস্ক: মৌনি রায় এখন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। প্রথমে ধারাবাহিক দিয়ে কাজ শুরু করেন তিনি। সেখানেও বেশ জনপ্রিয়তা পান মৌনি। তাঁর অভিনীত নাগিন ধারাবাহিকের চরিত্র এথনও মনে গেঁথে রয়েছে মানুষের। তারপরেই পান বিগ ব্রেক। অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড ছবিতে অভিনয় করার সুযোগ পান তিনি। চরিত্রটি ছোট হলেও স্বল্প সময়েই নিজের অভিনয় দক্ষতা প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

mouni roy looks classy in white saree 8
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন মৌনি। ব্যস্ত শিডিউল থেকে কিছুদিনের বিরতি নিয়ে প্রায়ই নানা জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। সেই সব ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও শেয়ার করেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/B-mT1vcJW97/?igshid=ixzhuhwjcr68

তবে এখন গৃহবন্দি হয়ে রয়েছেন মৌনি। প্রধানমন্ত্রী মোদী ঘোষনা করেছেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। ব‍্যতিক্রম নন তারকারাও। বলিউড থেকে টলিউড সব তারকারাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বাড়িতে থেকেই নানা কার্যকলাপের ছবি, ভিডিও শেয়ার করছেন তাঁরা। বাদ যাননি এই বাঙালি কন‍্যাও। বাড়ি বসে মৌনি মন ডুবিয়েছেন নস্টালজিয়ায়। বেশ কয়েকটি পুরোনো ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রসৈকতে নীল ও সবুজ বিকিনি পরে ফটোশুট করেছেন অভিনেত্রী। অবশ‍্য এই সব ভ‍্যাকেশনের ছবিই আগেকার। এই সব ছবিই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি।

https://www.instagram.com/p/B-oyKfwpqGE/?igshid=18bjhvmg93xg2

 

ইতিমধ‍্যেই ৮ লাখের বেশি লাইক পড়ে গিয়েছে মৌনির এই ছবিতে। অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। প্রসঙ্গত, কাজের চাপ এখন অনেকটাই কম। আর এমনিতেও ভব‍্যস্ত শিডিউলে সময় বেশি পান না অভিনেত্রী। তাই এই কয়েকটা দিন চুটিয়ে উপভোগ করে নিচ্ছেন মৌনি রায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর