অর্ধনগ্ন অবস্থায় সৈকতে ফটোশ্যুট করলেন মৌনী রায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ছবি

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: কেরিয়ারের শুরু টেলিভিশন ধারাবাহিক দিয়ে। সেই সময়ে টেলিজগতে রীতিমতো দাপিয়ে বেড়িয়েছেন তিনি। তারপরেই সুযোগ বড়পর্দায়। আর এখন সেলুলয়েডেও বেশ জনপ্রিয় হয়ে গিয়েছেন। কথা হচ্ছে মৌনি রায়কে নিয়ে। কোচবিহারের এই বাঙালি কন্যে এখন গ্ল্যামার ওয়ার্ল্ডের পরিচিত নাম। কেরিয়ারের শুরু থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে তাঁর। নিজের সৌন্দর্য্যে কিছুটা বদল এনেছেন ও সঙ্গে অভিনয়ও আরও ক্ষুরধার হয়েছে।

মৌনিকে যারা চেনেন তারা খুব ভাল ভাবেই জানেন সোশ্যাল মিডিয়াতে কতটা সক্রিয় থাকেন তিনি। প্রায়দিনই ফটোশুট বা ভ্যাকেশনের ছবি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ফের ব্যস্ত শিডিউলের মাঝে সময় বের করে ঘুরতে বেরিয়ে পড়েছেন মৌনি। এবারের গন্তব্য মলদ্বীপ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভ্যাকেশনের ছবিও শেয়ার করেছেন তিনি।

https://www.instagram.com/p/B8bbPVIJhvE/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B8bgGbrJ0tK/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B8d56rSJng6/?utm_source=ig_web_copy_link

ছবিতে দেখা যাচ্ছে, খোলা পিঠে সমুদ্রের দিকে মুখ করে বসে রয়েছেন মৌনি। তাঁর উন্মুক্ত পিঠকে ফোকাস করেই তোলা হয়েছে ছবিগুলো। একটি ছবিতে সাদা শার্টের ফাঁকে স্পষ্ট তাঁর সুইমসুটও। খোলা চুলে ফুলও লাগাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বলা বাহুল্য ছবিগুলি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বঙ্গকন্যাকে এমন বোল্ড অবতারে দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

https://www.instagram.com/p/B8eCmzYpeIu/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B8eCsUWJg8A/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B8eCstCJ_w7/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি গাঢ় লাল রঙের শাড়িতে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন মৌনি। আর এবার ধূসর ওয়েস্টার্ন পোশাক। মৌনি বারে বারে প্রমাণ করে দিচ্ছেন যে প্রাচ্য ও পাশ্চাত্য দুরকম পোশাকেই তিনি একই রকম সাবলীল। অবশ্য মাঝে মাঝেই বিকিনি পরেও ছবি দিতে দেখা যায় অভিনেত্রীকে।

সম্পর্কিত খবর

X