বিয়ের খবরে শিলমোহর মৌনির, কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়েই শুরু হবে অনুষ্ঠান

Published On:

বাংলাহান্ট ডেস্ক: খবর অনুযায়ী, আর দুদিন পরেই বিয়ের সানাই বাজতে চলেছে মৌনি রায়ের (mouni roy) জীবনে। দীর্ঘদীনের প্রেমিক ব‍্যবসায়ী সূরজ নাম্বিয়ারের সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন তিনি। আসন্ন বিয়ে উপলক্ষে গোয়ায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন। কিন্তু সমুদ্র সৈকতে বলিউডি বিয়ে সারলেও নিজের শিকড়কে ভোলেননি মৌনি।

কোচবিহারের বাঙালি কন‍্যে তিনি। মুম্বই তাঁর কর্মক্ষেত্র হলেও জন্মস্থানের প্রতি আলাদাই টান রয়েছে। তাই বিয়ের কথাবার্তার সময়েই নিজের এই বিশেষ দিনে কোচবিহারকে যুক্ত করার পরিকল্পনা করেই রেখেছিলেন অভিনেত্রী। শোনা গিয়েছিল, মৌনির ইচ্ছা নিজের দেশের বাড়ি কোচবিহারেও বিয়ের অনুষ্ঠান করার।


কিন্তু সেটা সম্ভব না হলেও অন‍্য উপায় বের করে ফেলেছেন মৌনি। তাঁর বিয়ের জন‍্য কোচবিহার থেকেই যাবে বিশেষ তত্ত্ব। সূত্রের খবর অনুযায়ী, গোয়াতে বাঙালি রীতিতেই বিয়ে সারবেন মৌনি। আর বাঙালি বিয়েতে তত্ত্ব যে গুরুত্বপূর্ণ একটা অংশ তা বলার অপেক্ষা রাখে না। মৌনির জন‍্য যে তত্ত্ব যাবে তা বাঙালিয়ানায় মোড়া থাকবে।

গয়না তো থাকবেই। এছাড়াও থাকছে নাড়ু, আচার। কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়েই বিয়ের শুভ সূচনা করা হবে। মৌনি এই মুহূর্তে মুম্বইতে থাকলেও তাঁর মা ইতিমধ‍্যেই গোয়া পৌঁছে গিয়েছেন বলে খবর। অভিনেত্রীর তরফে মদনমোহন মন্দিরে পুজো দেবেন তাঁর তুতো ভাই।

সম্প্রতি বিয়ের খবরে শিলমোহর দিয়েছেন মৌনি। এতদিন বিষয়টা নিয়ে মুখ বন্ধই রেখেছিলেন তিনি। সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় অভিনেত্রীকে পেয়েই ঘিরে ধরে পাপারাৎজি। প্রথমটা তাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে ক‍্যামেরার জন‍্য পোজ দেন মৌনি। আসন্ন বিয়ের জন‍্য তাঁকে শুভেচ্ছা জানানো হলে ধন‍্যবাদও বলেন তিনি।

https://www.instagram.com/reel/CZHLf-GFOyP/?utm_medium=copy_link

আগামী ২৭ জানুয়ারি গোয়ার ক‍্যান্ডোলিম সমুদ্র সৈকতে বিয়ে সারতে চলেছে মৌনি ও সূরজ। করোনা আবহে বিয়ে, তাই সব রকম সুরক্ষা মেনেই বিয়ের প্রস্তুতি সারছেন দুজনে। করোনার জন‍্য আমন্ত্রিতদের তালিকাতেও কাটছাঁট করা হবে বলে খবর। পাশাপাশি আমন্ত্রিতদের আরটি পিসিআর পরীক্ষার রিপোর্টও লাগবে।


সূত্রের খবর, প্রাথমিক ভাবে নাকি ৫০ জন অতিথিকে আমন্ত্রণ করার কথা ভেবেছিলেন মৌনি। কিন্তু এখন তালিকা ছোট করতে চাইছেন তিনি। ইন্ডাস্ট্রির বেশি মানুষজনকে নিজের বিয়েতে বলবেনও না অভিনেত্রী। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে মুম্বইতে একটি বড়সড় রিসেপশন পার্টির আয়োজন করবেন তাঁরা। সেখানে আমন্ত্রিত থাকবেন ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরা।

গোয়ায় ছিমছাম ভাবেই বিয়ের আসর বসবে বলে খবর। বাঙালি রীতিতেই বিয়ে সারবেন মৌনি সূরজ। ছক ভেঙে আদ‍্যোপান্ত সাদা রঙের আধিক‍্য থাকবে মৌনি সূরজের বিয়েতে। পোশাকও তৈরি হবে ওই রঙেই। দক্ষিণ গোয়াতে নাকি হোটেলও বুক করা হয়ে গিয়েছে।

X