বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বজুড়ে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় চলছেই। ২০২০ সালের শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার ভয়ানক দাবানল দিয়ে। তারপর বিশ্বে অতিমারির চেহারা নিয়েছে করোনা। বলা বাহুল্য তার দাপট এখনো শেষ হয় নি। তারমধ্যেই পাল্লা দিয়ে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, দাবানল। এবার জেগে উঠল আগ্নেয়গিরি (volcano) ।
সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি আগ্নেয়গিরি থেকে আজ সকাল থেকে নতুন করে ছাই ও গ্যাস নির্গত হচ্ছে। আগ্নেয়গিরি থেকে ছাই ৬ কিলোমিটার পর্যন্ত আকাশে উঠেছে। তড়িঘড়ি প্রশাসন এলাকা সংলগ্ন এলাকা খালি করবার নির্দেশ দিয়েছে।
আলেক্স জার্নি নামের এক টুইটার ব্যাবহারকারী আগ্নেয়গিরির ছবি শেয়ার করে নিয়েছেন সামাজিক মাধ্যমে, ক্যাপশনে তিনি লেখেন, ইন্দোনেশিয়ার সবচেয়ে উদ্বায়ী আগ্নেয়গিরির মাউন্ট মেরিপি আজ ফেটে পড়ে। রবিবার সকালে মেরাপি একটি বিশাল পরিমানে ছাই এবং গরম গ্যাসের উউদগীরণ করেছিল।
Indonesia's most volatile volcano Mount Merapi erupted today.
Merapi spewed ash and hot gas in a massive column as high as 3.7 miles on Sunday morning. pic.twitter.com/5lnpECmm6p
— Alex Journey (@alexjourneyID) June 21, 2020
২০১০ সালের ভয়াবহ আকার ধারন করেছিল এই মাউন্ট মেরাপি। অগ্নুৎপাত এর কারনে ৩৫৩ জনের মৃত্যু হয়েছিল সেবার। ইতিমধ্যেই ধোঁয়া ও ছাইয়ে ভরে গিয়েছে গোটা এলাকা।
Volcanic ash rain following Mount Merapi eruption this morning. pic.twitter.com/IwdtwRtD9C
— Alex Journey (@alexjourneyID) June 21, 2020
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট মেরাপি পৃথিবীর সক্রিয় আগ্নেয়গিরি গুলির মধ্যে অন্যতম। এই আগ্নেয়গিরির উচ্চতা ২ হাজার ৯৬৮ মিটার। এই অঞ্চলটিতে প্রায় ৫০০ এর কাছা কাছি জ্বালামুখ রয়েছে। বেশীরভাগই সক্রিয়, এরা প্রায় সবসময়ই অগ্নুৎগীরন ঘটায়। এই অঞ্চলটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার অন্তর্গত।