কখনও পূজার্চনা তো কখনও পাকা রাঁধুনি, মৌনির নানান অবতার দেখে চোখ কপালে নেটিজেনদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মৌনি রায় এখন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। প্রথমে ধারাবাহিক দিয়ে কাজ শুরু করেন তিনি। সেখানেও বেশ জনপ্রিয়তা পান মৌনি। তাঁর অভিনীত নাগিন ধারাবাহিকের চরিত্র এথনও মনে গেঁথে রয়েছে মানুষের। তারপরেই পান বিগ ব্রেক। অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড ছবিতে অভিনয় করার সুযোগ পান তিনি। চরিত্রটি ছোট হলেও স্বল্প সময়েই নিজের অভিনয় দক্ষতা প্রকাশ করেছিলেন অভিনেত্রী।


অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন মৌনি। ব্যস্ত শিডিউল থেকে কিছুদিনের বিরতি নিয়ে প্রায়ই নানা জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। সেই সব ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও শেয়ার করেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/B-Cy5Lvp8fT/?igshid=1t0z3bucyibwo

https://www.instagram.com/p/B-E5eaPJ6LU/?igshid=7fbqxkcg47l1

তবে এখন গৃহবন্দি হয়ে রয়েছেন মৌনি। প্রধানমন্ত্রী মোদী ঘোষনা করেছেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। ব‍্যতিক্রম নন তারকারাও। বলিউড থেকে টলিউড সব তারকারাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বাড়িতে থেকেই নানা কার্যকলাপের ছবি, ভিডিও শেয়ার করছেন তাঁরা। বাদ যাননি এই বাঙালি কন‍্যাও। বাড়িতে থাকার সময়টা ভালই কাজে লাগিয়েছেন তিনি। কখনও পূজার্চনা, কখনও ছবি আঁকা আবার কখনও পরিবারের সবার সঙ্গে মিলে পিৎজা বানাতে দেখা গেল তাঁকে। এই সব কিছুর ছবি ও ভিডিওই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি।

https://www.instagram.com/p/B-J3dJPJgk-/?igshid=61wvvuo8kzgy

https://www.instagram.com/p/B-HXSp7Jv5V/?igshid=sxdjm0h1lub0

কাজের চাপ এখন অনেকটাই কম। আর এমনিতেও ভব‍্যস্ত শিডিউলে সময় বেশি পান না অভিনেত্রী। তাই এই কয়েকটা দিন চুটিয়ে উপভোগ করে নিচ্ছেন মৌনি রায়।

সম্পর্কিত খবর

X