খাস কলকাতাতেই মৌপিয়াকে হেনস্থা! ‘নীল গাড়ি কীসের?’ জিজ্ঞেস করতেই প্রৌঢ় যা করলেন…ছিঃ ছিঃ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কলকাতার রাজপথে হেনস্থার শিকার সাংবাদিক মৌপিয়া নন্দী (Moupia Nandy)! প্রকাশ্য রাস্তায় এভাবে মহিলা সাংবাদিককে নিগ্রহের ঘটনায় হতবাক সবাই। কিছুক্ষণ আগে  ফেসবুক পোস্টে মৌপিয়া নন্দী একটি ভিডিও ক্লিপিং শেয়ার করে লেখেন, ‘আমি চিনিনা এই লোকটিকে। গভ্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা একটি নীলবাতির গাড়ি রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। হর্ন দেওয়া সত্বেও সরছিল না।শুধু ড্রাইভার ছিল।’

সাংবাদিক মৌপিয়াকে (Moupia Nandy) হেনস্থা 

এরসাথে মৌপিয়া (Moupia Nandy) আরো লেখেন, ‘আমি নীল গাড়িটি কার জিজ্ঞেস করায় বলতে পারেনি। গাড়ির নীলবাতিটি আমি টেনে খুলে নিই। এরপর এই বীরপুরুষ এসে চড়াও হয়। নীলগাড়ি কী সুবাদে চড়ছে এবং রাস্তা আটকে দাঁড় করাচ্ছে জিজ্ঞেস করায় আমার ওপর হাত চালায়। একে কেউ চিনলে আমায় জানান। পাটুলি থানার কাছে জাস্ট ৫ মিনিট আগের ঘটনা।’

Moupia Nandy

আরোও পড়ুন : কাল থেকেই টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে! কতদিন নিম্নচাপের ফাঁড়া? আবহাওয়ার আগাম খবর

মৌপিয়া যে ভিডিওটি (Video) ফেসবুক পেজে শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে এক জনৈক ব্যক্তির সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন তিনি। ভিডিওতে মৌপিয়াকে জিজ্ঞেস করতে শোনা যায়, ‘নীল গাড়ি কীসের?’ তার উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘গা জোয়ারি করছেন?’ তারপরই মৌপিয়া নন্দীর মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। কলকাতার রাস্তায় সাম্প্রতিক অতীতে বারংবার প্রশ্ন উঠেছে মহিলা নিরাপত্তা নিয়ে।

এই আবহে মৌপিয়ার মতো খ্যাতনামা মহিলা সাংবাদিকের (Journalist) সাথে এহেন ঘটনা চমকে দিয়েছে সবাইকে। মৌপিয়ার এই ফেসবুক পোস্ট (Moupia Nandy) আগুনের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী যত দ্রুত সম্ভব পুলিশের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন। অনেকেই আবার প্রশ্ন তুলেছেন রাতের কলকাতায় নারী সুরক্ষা নিয়েও।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X