বাংলা হান্ট ডেস্ক : অবশেষে RG Kar কাণ্ডে নীরবতা ভাঙলেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় (Mousumi Chatterjee)। তিলোত্তমার মৃত্যুর ক্ষত এখনো দগদগে। তাই তাঁরই বিচারের দাবিতে প্রতিদিন রাস্তায় নামছেন বিভিন্ন পেশার মানুষ। আরজিকরের (RG Kar Case) মহিলা চিকিৎসকের নির্মম ধর্ষণ-হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পথে নামা জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে সর্বস্তরে সর্বব্যাপী। এই নারকীয় ঘটনার জেরে এই মুহূর্তে উত্তাল দেশ রাজ্য রাজনীতি।
RG Kar কাণ্ডে মৌসুমী চট্টোপাধ্যায়ের (Mousumi Chatterjee) প্রতিক্রিয়া
বিভিন্ন পেশার মানুষ নিজেদের কাজ বজায় রেখেই সমান তালে সব চিকিৎসকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চালিয়ে যাচ্ছেন আন্দোলন। এরই মধ্যে আজ জুনিয়র চিকিৎসকদের জন্য এসেছে কাজে ফেরার সুপ্রিম নির্দেশ। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এবার উৎসবে ফিরতে হবে। রাজ্যজুড়ে এমন শোকের আবহে রাজ্যের একজন অভিভাবক হিসাবে তিনি কিভাবে এমন নির্দেশ দিতে পারেন? তা নিয়ে এই মুহূর্তে সরগরম গোটা বাংলা।
এরই মধ্যে বহুদিন পর বাংলা সিনেমায় ফেরার কথা জানানোর পাশাপাশি আর আরজিকরের তরুণী চিকিৎসকের নির্মম হত্যাকান্ড নিয়ে প্রতিক্রিয়া জানালেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় (Mousumi Chatterjee)। রাজ্যের মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে রীতিমতো গা শিউরে উঠেছে সকলের। আর এদিনের এই ঘটনা প্রসঙ্গে একরাশ হতাশা আর বিরক্তি নিয়েই টিভি নাইন বাংলায় অভিনেত্রী (Mousumi Chatterjee) জানিয়েছেন, ‘ রাতে ঘুম হচ্ছে না। সারা দিন আরজি কর কাণ্ড ছাড়া আর কিছু নিয়ে ভাবছি না। আমি শোকাহত, হতাশ, রাগ সামলাতে পারছি না, বিরক্ত হয়ে যাচ্ছি’।
আরও পড়ুন : ‘তোমাদের রাণী’র পর, স্টার জলসার পর্দায় আবার একসাথে ‘দূর্জাণী’ জুটি! আনন্দে আত্মহারা ভক্তরা
সেইসাথে শহরের আন্দোলনকারীদের উদেশ্যে বার্তা দিতে গিয়ে বর্ষীয়ান অভিনেত্রী বলেছেন, ‘হাতজোড় করে অনুরোধ করছি, আপনারা কেউ রাস্তা ছাড়বেন না। এই ঘটনার বিচার না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। মানুষের বাড়িতে যাঁরা রান্না করেন, যাঁরা চাষের কাজের সঙ্গে যুক্ত, সকলকে আমি বলছি, রাস্তা ছাড়বেন না।’
এছাড়া এদিন সুপ্রিম কোর্টের শুনানি প্রসঙ্গে খানিক বিরক্ত হয়েই অভিনেত্রী বললেন, ‘জাস্টিস পেতে দেরি হলে কী করে হবে? আমরা দ্রুত বিচার চাই।’ প্রসঙ্গত রাজ্যের এই অশান্ত পরিস্থিতিতেও থেমে নেই টলিপাড়ার ক্যামেরা। তবে সেইসাথে নির্যাতিতার বিচারের দাবিতে চলছে আন্দোলন-ও। আর রাজ্যের এই অশান্ত পরিস্থিতিতেই এবার বড় সিদ্ধান্ত নিলেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। বহুদিন পর বাংলা সিনেমায় ফিরছেন তিনি। টেলিপাড়া সূত্রে খবর একজন নতুন পরিচালকের হাত ধরেই আবার বাংলা সিনেমায় ফিরছেন তিনি। সিনেমার নাম ‘আড়ি’। শুটিং করতে চলতি বছরের শেষেই নাকি কলকাতায় আসবেন তিনি।