বাংলা হান্ট ডেস্কঃ ১৯৫০ সালের ২৫ জানুয়ারি থেকে এই দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসাবে পালিত হয়। এই দিনে ভারতীয় নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা হয়েছিল। যাত্রা শুরুর ৭০ বছর পার হয়ে গেল। জাতীয় ভোটার দিবসে দেশের সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে সকলে দেশের ‘নাগরিক’ সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারত। গণতন্ত্রে দেশের নাগরিকরা সবার উপরে। তাঁদের প্রত্যেকের উদ্দেশে স্যালুট জানান মমতা। শনিবার ট্যুইট বার্তায় এ কথাই স্পষ্ট জানান মমতা।
সিএএ এবং এনআরসি নিয়ে প্রতিবাদে নেমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ‘নাগরিক’ শব্দকেই সবথেকে জোড় দিয়ে চলেছেন। তিনি আগেই বলেছেন, ‘আমরা সকলেই দেশের নাগরিক। আপনার নাগরিকত্ব কে ছিনিয়ে নেবে?’
সম্প্রতি উত্তরবঙ্গে গিয়েও একই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকদের ভোট নিয়ে এখন প্রধানমন্ত্রী তাদেরকেই তাড়াতে চাইছেন, মোদিকে আক্রমণ মমতার। সিএএ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে, হুঁশিয়ারি তৃণমূলনেত্রীর। জাতীয় ভোটার দিবসে কেন্দ্রের শাসকদলকে আরও একবার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংশোধনী নাগরিকত্ব আইন কোনওভাবেই মেনে নেওয়া হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছিন তিনি।