সুশান্তের মৃত্যুর রহস্য নিয়ে সিনেমা তৈরির ঘোষণা, এই অভিনেতা থাকবে মুখ্য অভিনয়ে

বাংলা হান্ট ডেস্কঃ বলিউড (Bollywood) অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) এই পৃথিবী ছেড়ে বিদায় জানিয়েছেন চার মাস হয়ে গিয়েছে। যদিও আজও ওনার মৃত্যুর রহস্য সামনে আসেনি। আর এই রহস্য সামনে আনার জন্য দেশের তিনটি বড় কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, ইডি আর এনসিবি কোমর বেঁধে নেমেছে। আর এরমধ্যে সুশান্তের ডেথ কেস নিয়ে নতুন সিনেমা বানানোর ঘোষণা হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলা থেকে প্রেরণা নিয়ে এই সিনেমার প্রোডিউস করছেন সরলা সারাগোই আর রাহুল শর্মা। এই সিনেমার নির্দেশনের দায়িত্ব দিলীপ গুলাটির কাঁধে দেওয়া হয়ছে। আর এই সিনেমায় সুশান্তের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা জুবেইর খান।

https://www.instagram.com/p/B6cyf7SHYWF/?utm_source=ig_embed

এই সিনেমায় রিয়া চক্রবর্তীর চরিত্রে অভিনয় করবেন শ্রেয়া শুকলা। শ্রেয়া এর আগেও একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন। সিনেমায় দিশা সালিয়ানের চরিত্রে অভিনয় করার জন্য বিগ বস খ্যাত অভিনেত্রী সোমি খানের নাম সামনে আসছে। দিশার চরিত্র এই সিনেমায় ঢোকানোর প্রধান কারণ হল, সিনেমাটিকে আরও ইন্টারস্টিং করা আর দর্শকদের শেষ পর্যন্ত একটি রোমাঞ্চক সিনেমা পরিবেষণ করা।

https://www.instagram.com/p/Bpj85SagiF9/?utm_source=ig_embed

সিনেমায় শক্তি কাপুরকে একজন সিবিআই এর অফিসার হিসবে দেখা যাবে।

Koushik Dutta

সম্পর্কিত খবর