প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক এর পর, এবার বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে সিনেমা বানাচ্ছেন বিবেক ওবেরয়

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক সিনেমায় ওনার চরিত্রে অভিনয় করা বিবেক ওবেরয় এখন নতুন প্রজেক্ট নিয়ে সামনে আসছেন। বিবেক ওবেরয় ভারতীয় বায়ুসেনা এর বীরত্বকে সন্মান জানানোর জন্য বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে একটি সিনেমা করতে চলেছেন। ওই সিনেমার নাম ‘বালাকোট” রাখা হবে। এই সিনেমা ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পর ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দনের হাওয়াই হামলার উপর কেন্দ্রিত হবে। এই সিনেমা হিন্দির সাথে সাথে দুটো অন্য ভাষাতেও মুক্তি পাবে।

সংবাদ মাধ্যম এএনআই এর অনুসারে, নিজের এই নতুন প্রোজেক্ট সমন্ধ্যে বিবেক ওবেরয় বলেছেন, ‘ একজন গর্বিত ভারতীয়, একজন দেশভক্ত আর সিনেমা জগতের সাথে যুক্ত থাকার কারণে এটা আমার কর্তব্য যে, আমাদের সেনা যেটা বাস্তবে করেছে, আমরা সেটাকে সবার সামনে তুলে ধরি। তিনটি ভাষায় মুক্তি পাওয়া এই সিনেমা উইং কম্যান্ডার অভিনন্দন এর মতো বীর সেনার বীরত্বের কাহিনী সবার সামনে তুলে ধরার জন্য এটাই একটা শক্তিশালী মাধ্যম।”

https://twitter.com/vivekoberoi/status/1164733238188711937

বিবেক ওবেরয় আরও জানান, ‘বালাকোট হাওয়াই হামলা, ভারতীয় সেনা দ্বারা সবথেকে সুপরিকল্পিত হামলা গুলোর মধ্যে একটি ছিল। আমি পুলওয়ামা হামলা থেকে শুরু করে, বালাকোট এয়ার স্ট্রাইকের প্রতিটি খবরের উপর বিশেষ করে নজর দিয়েছিলাম। অনেক কিছু এমন ছিল যে, যেটা নিয়ে অনুমান করা হয়েছিল, আর সেগুলো নিয়ে বলা হয়েছিল। সমস্ত অনুমানে বিরাম লাগবে। আমি ভারতীয় বায়ুসেনাকে ধন্যবাদ জানাই, আর আমি এটাও আশা করছি যে, এই কাহিনীর সাথে আমরা ন্যায় করতে পারব।” বিবেক ওবেরয়ের এই সিনেমা ২০২০ তে মুক্তি পেতে পারে।


Koushik Dutta

সম্পর্কিত খবর