এই প্রথম মাধ্যমিকের আগে উচ্চমাধ্যমিকের রেজাল্ট! সামনে এল তারিখও, নয়া আপডেট নিয়ে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই শেষ হয়েছে চলতি বছরের মাধ্যমিক (Madhyamik) এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam)। নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা সময় আগেই শেষ হয়েছে পরীক্ষা। বর্তমানে ফল প্রকাশের অপেক্ষায় ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক সকলেই। এদিকে আসন্ন লোকসভা নির্বাচন। তাই এবারের মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে অন্যান্য বারের তুলনায় কিছুটা বেশি সময় লাগবে বলেই মনে করা হচ্ছিল। তবে এরই মাঝে সংসদ সূত্রে খবর, ভোটের মরশুমেই প্রকাশ হতে পারে উচ্চমাধ্যমিকের ফল (HS Result)।

সূত্র মারফত জানা যাচ্ছে, মাধ্যমিকের ফল প্রকাশের আগেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যের প্রায় ১৮ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একটি সূত্রে জানা যাচ্ছে, সকল পরীক্ষার্থী পরীক্ষায় যা নম্বর পেয়েছে অনলাইনে এন্ট্রি করার পক্রিয়া শুরু হয়েছে। সব থেকে বড় বিষয় হল প্রায় সকল পরীক্ষার্থীরই নম্বর নথিভুক্ত করার পক্রিয়া প্রায় শেষ।

সংসদ সূত্রে খবর, এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যেই অনলাইনে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। তবে মার্কশিট হাতে পেতে পরীক্ষার্থীদের আরও ১৫ দিন সময় লাগতে পারে। ১৫ থেকে ১৯ এপ্রিলের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। এমন সম্ভাবনাই সামনে আসছে।

অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ পাওয়ার পর মে মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পেতে পারে বলে জানা যাচ্ছে। তবে মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চমাধ্যমিকের মতো ১৫ দিন পর মার্কশিট দেওয়া হবে না। মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিনই পরীক্ষার্থীদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে।

xr:d:dagcfvqfg88:3,j:3443426424298674366,t:24041106
xr:d:DAGCFvQfg88:3,j:3443426424298674366,t:24041106

আরও পড়ুন: দলবদল করাতে ভয়ঙ্কর কাণ্ড! BJP নেতার ছেলেকে কিডন্যাপ TMC-র! ভোটের আগেই উত্তপ্ত ডায়মন্ড হারবার

সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ৬ থেকে ১০ মে’র মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশ পেতে পারে। ওয়াকিবহাল মহলের মতে, যদি সত্যিই মাধ্যমিকের আগে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হয় তাহলে শিক্ষার ইতিহাসে তা ঐতিহাসিক ঘটনা হবে। কারণ, এই ঘটনা আগে কখনও ঘটে নি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর