বাংলা হান্ট ডেস্ক : মদ্যপান বা পার্টি করা সবসময়ই ছেলেদের জন্য,মেয়েদের তো এসব একদমই মানায় না এমনটাই সবসময় ভেবে এসেছে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ।যদিও সমাজের কোনও তোয়াক্কা না করে কোনও মেয়ে যদি ধোয়া ওড়ায় বা গ্লাসে চুমুক লাগায় তাহলেও তাকে সমাজের ভ্রুকুটি সহ্য করতে হয়।
কিন্তু বর্তমান দিনে সমাজ অনেকটাই এগিয়ে, আজকাল কার মেয়েরা সব বাধা কাটিয়ে অনেকটাই সাহসী।সুরা পান হোক বা সুখটান সবকিছুর দিক থেকেই এখন অনেকটাই এগিয়ে মেয়েরা।
তবে যাই হোক না কেন,এখনো কোনও মদের কাউন্টারে কোনোও মেয়েকে যদি মদ কিনতে দেখে,লোকের মুখে তাকে নিয়ে নানাম কটু কথা শুনতে হয়।সেই কারনেই মেয়েদের জন্য মদের কাউন্টার খোলার সিদ্ধান্ত নিলো সরকার।
তবে আমাদের রাজ্যে আপতত নয় এই সিদ্ধান্ত নিয়েছেন মধ্যপ্রদেশ সরকার।মধ্যপ্রদেশ সরকারের এক সিদ্ধান্তে মেয়েদের এই সমস্যা কিছুটা হলেও কমবে।গোয়ালিয়র এবং ভোপালে মেয়েদের জন্য দুটি মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার।১ লা মে থেকে মধ্যপ্রদেশ সরকার সমস্ত মদের দাম ১৫ শতাংশ বাড়াবে।সামনের অর্থবর্ষে আবগারি দ্ফতর থেকে ২০০ কোটি টাকার মুনাফা তোলার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। এই কাউন্টার গুলিতে সব রকমের মদ ও বিয়ার পাওয়া যাবে।