বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি দলেরই সাংসদদের নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন লোকসভার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ফের বিতর্কে কল্যাণবাবু। হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরূদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন তারই সহকর্মী হাইকোর্টেরই (Calcutta High Court) আইনজীবি অশোক কুমার নাথ। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। কারণ কী?
আইনজীবীকে মারধরের অভিযোগ কল্যাণের বিরুদ্ধে | Kalyan Banerjee
আদালতে আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে দাপুটে আইনজীবী কল্যাণের বিরুদ্ধে। আইনজীবি অশোক কুমার নাথের দাবি বৃহস্পতিবার এজলাসের মধ্যে তাঁকে মারার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। আইনজীবীর অভিযোগ, কল্যাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সহকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় তিনি কল্যাণকে প্রশ্ন করেন, সাংসদ অধ্যাপক সৌগত রায় সম্পর্কে কেন বাজে কথা বলছেন! সৌগত রায়ের মতো একটা বরিষ্ঠ মানুষকে খিস্তি কেন করেছেন সেই নিয়ে প্রশ্ন তোলেন।
এরপরই বিপত্তি। তুমুল ঝামেলায় জড়িয়ে পড়েন দুই আইনজীবী। আইনজীবীর অভিযোগ, তার কথা শোনা মাত্রই রীতিমতো ঝাপিয়ে পড়েন কল্যাণ। এজলাসের মধ্যেই তাঁকে কিল-ঘুষি মারতে শুরু করেন। শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ নিয়েই থানায় ছোটেন আইনজীবি অশোক কুমার নাথ।
অভিযোগ উঠতেই কী বলছেন কল্যাণ?
এক বেসরকারি সংবাদমাধ্যকে কল্যাণ বলেন, “একদম বাজে কথা। আমি যখন কথা বলছিলাম, তখন উনি হঠাৎ দূর থেকে এসে আমাকে বলছেন ‘এই কথাটা আমার বলা উচিত হয়নি। ওটা বলা আমার উচিত হয়নি। আমি ওনাকে বললাম তুমি কে ভাই? এখানে রাজনীতির কথা কেন বলছেন?’
ভিডিও দেখুন: https://youtu.be/nDcHy4RHyac?si=7NJnf1LK3ZSgG1n9
ওই আইনজীবীর বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে কল্যাণ বলেন, ‘আমি বাদ্য হয়ে ওকে ধাক্কা দিয়ে কোর্টরুমের দিকে নিয়ে যাচ্ছিলাম, তখন আমাকে উনি বলেন আমায় উনি শ্রদ্ধা করেন। আমিও তারপর ছেড়ে দিয়েছি। বলেছি শ্রদ্ধা রাখার মতো কাজ করো।”
আরও পড়ুন: ‘সইবে না আর বাংলা’! চাকরি বাতিল, জঙ্গি হামলা নিয়ে তপ্ত আবহেই বাংলায় প্রতিবাদী গান রিলিজ BJP-র
এরপরই বিজেপির দিকে আঙুল তুলে কল্যাণ বলেন, ‘ওনাকে ধোঁয়া দিয়েছেন বিজেপির দু’জন। যাঁদের মধ্যে একজন আবার কোর্টের বারে প্রেসিডেন্ট নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন।’ টিভি নাইনকে কল্যাণ বলেন, “আমার নাম নিয়ে গুরুত্ব পেতে চাইছে। আমার নামটাই বিরাট ব্যাপার, সপক্ষে-বিপক্ষে যেদিকেই আমার নাম থাকে টিআরপি বাড়ে।”