বাংলাহান্ট ডেস্কঃ সংবাদমাধ্যমের প্রতি মহুয়া মৈত্রের (Mahua Moitra) আপত্তিকর মন্তব্যের জেরে প্রতিনিয়তই সমালোচিত হচ্ছেন তৃণমূল সাংসদ। চলচিত্র মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বরা নানারকমভাব তাঁকে বিঁধছেন বিভিন্ন মন্তব্যের মধ্য দিয়ে। এবার মহুয়া মৈত্রের মন্তব্যের প্রতিবাদ করে সাংবাদিকদের পাশে দাঁড়ালেন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)।
সাংবাদিকদের সামনে মহুয়া মৈত্রকে নানারকম প্রশ্নবাণে বিদ্ধ করে সৌমিত্র খাঁ বলেন, ‘মহুয়া মৈত্র কবে মানুষের সেবা করেছেন? ২০১২ সালে তো তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন। এখন তো এত বড় বড় কথা বলছেন, ২০২১ -এর পর তিনি কোথায় থাকেন সেটাই দেখার’।
সাংবাদিকদের পক্ষ নিয়ে তিনি বলেন, ‘সংবাদমাধ্যমের কর্মীদের এধরনের মন্তব্য করা কোনদিনই মেনে নেওয়া যায় না। উনি নিজেকে খুব বড় বলে মনে করছেন। তিনি এমন কোথায় জনসভা করেছেন, যে এত বড় বড় কথা বলছেন? সাংবাদিকদের দুপয়সার বলছেন?’
সৌমিত্র খাঁ আরও বলেন, আমি জানতে চাই তাঁর মাত্র ১ লক্ষ ৮০ হাজার টাকা ইনকামে এত ঐশ্বর্য্য আসে কি করে? কিন্তু বর্তমানে আমাদের থেকে আরও ৫০ হাজার টাকা কেটে নেওয়ার পরও ১ লক্ষ ২৯ হাজার টাকায় তাঁর এত বৈভব আসে কি করে? তিনি চুরি করেন, তোলাবাজি করেন, গরু পাচারকারী- এইসব কাজের সঙ্গে যুক্ত বলেই এইরকম কথা বলতে পারছেন’।
এরপর তিনি আরও বলেন, ‘আমরা তাঁর এই কথা কোনভাবেই মেনে নিতে পারছি না। কোন ছোট পোর্টাল হলেও, তিনি ভালোবেসে সেই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। আজকে পশ্চিমবাংলার বেকার যুবকদের যারা পোর্টাল বা সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা যথেষ্ট শিক্ষিত। তারা মানুষের কাছে সমস্ত বার্তা পৌঁছে দেন বলেই, অনেকে খালি পেটে আজকের দিনে রাজনীতি করেন। কিন্তু সেখানে মহুয়া মৈত্র চুরি করে নেত্রী হয়েছেন, তাই তাঁর কথা শুনে লাভ নেই। ছোট পোর্টাল হোক কিংবা বড় হাউস, সকলের পরিশ্রমকেই আমরা স্বাগত জানাই। সেইসঙ্গে আমাদের যুব মোর্চার পক্ষ থেকে বলব- ২৯৪ টা বিধানসভার যেখানে যেখানে সাংবাদিকরা থাকবেন, আমরা তাদের সংবর্ধনা দেব’।