‘আমি মা কালীর উপাসক”, বিজেপি সরব হওয়ার পর মুখ খুললেন মহুয়া মৈত্র

বাংলাহান্ট ডেস্ক : কালী বিতর্কে খবরের শিরোনামে উঠে এসেছে মহুয়া মৈত্রের নাম। বিরোধী শিবির বিজেপির তরফে থানায় জমা পড়েছে অভিযোগ। এমনকি পাশে নেই শাসক দল তৃণমূল। তবুও নিজের বক্তব্যের প্রতিই অবিচল থেকে গেরুয়া শিবিরকেই পাল্টা চ্যালেঞ্জ করলেন মহুয়া মৈত্র। দুপুরেই টুইট করে তার বিরুদ্ধে উঠে আসা ক্ষোভের মোক্ষম জবাব দিলেন। তিনি লিখেছেন,”আমি মা কালীর উপাসক। কোন কিছুতেই ভয় পাই না। ওরা যা পারে করে নিক।”

ইতিমধ্যেই মহুয়ার বিতর্কিত মন্তব্যে জেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে তাকে গ্রেফতারের দাবী জানানো হয়। শুভেন্দুর বক্তব্যের আরোও একধাপ এগিয়ে বুধবার বউবাজার থানাতে মহুয়ার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন বিজেপি মহিলা মোর্চা। এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই বিজেপিকে নিশানা করে মহুয়া টুইট করেছেন,”আমি তোমাদের অজ্ঞতাকে ভয় পাই না। তোমাদের গুন্ডাদের বা পুলিশকে ভয় পাই না। তোমাদের সমালোচনাকে তো নয়ই।”

কৃষ্ণনগরের তৃণমূল সংসদের টুইটারে চোখ রাখলে দেখা যায়, ন মিনিটের ব্যবধানে দুটি টুইট পোস্ট করেন মহুয়া। প্রথম টুইটে দেবী কালীর জয়ধ্বনি দিয়ে লেখেন, জয় মা কালী। যে দেবীকে বাঙালি পুজো করে সেই দেবী শান্ত ও নির্ভীক। দ্বিতীয় টুইটে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে কাউকে ভয় না পাওয়ার কথা উল্লেখ করেন নেত্রী।

প্রসঙ্গত,পরিচালক লীনা মানিমেকালাইয়ের তথ্যচিত্রের একটি পোস্টারে দেখা গিয়েছে, দেবী কালীর চরিত্রে রূপদানকারী অভিনেত্রী ধূমপান করছেন। এরপর সেই পোস্টারকে ঘিরে বিতর্ক যখন তুঙ্গে তখনই কলকাতার একটি অনুষ্ঠানে পোস্টার প্রসঙ্গে মহুয়া মৈত্রের মত জানতে চাওয়া হয়। এরপরেই মহুয়ার মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধতেই তীব্র সমালোচনা শুরু করে গেরুয়া শিবির। অন্যদিকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও টুইট করে মহুয়ার বক্তব্যকে সমর্থন না জানিয়ে তীব্র নিন্দাই করা হয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর