হাতে মদের বোতল নিয়ে নির্দ্বিধায় পার্লামেন্টে প্রবেশ করলেন বিজেপি সাংসদ

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার সংসদে মদের বোতল নিয়ে হাজির হলেন বিজেপি (BJP) সাংসদ পারভেশ সাহিব সিং ভার্মা (Parvesh Sahib Singh Verma)। প্রথমটায় এটা দেখে অনেকে অবাক হলেও, পরবর্তীতে সংসদে এর কারণ ব্যাখ্যা করলেন বিজেপি সাংসদ।

পারভেশ সাহিব সিং ভার্মার অভিযোগ করলেন, মদ্যপানকে সামনে এগিয়ে দিচ্ছে দিল্লী সরকার। উৎসাহ দিচ্ছে বেশি করে মদ্যপানের প্রতি। তিনি অভিযোগ করে বলেন, ‘দিল্লীতে অনেক নতুন মদের দোকান খুলছে। আবাসিক এলাকা, কলোনি, গ্রাম, নন-কনফর্মিং অঞ্চলেও খুলছে মদের দোকান এবং বলা হয়েছে তা খোলা থাকবে রাত ৩ টে অবধি। মোট ৮২৪ টি নতুন দোকান খুলেছে। আবার দিল্লী সরকার বলেছে, রাত ১২ টা থেকে ৩ টে পর্যন্ত বারে মহিলাদের মদ্যপানের উপর থাকবে ৩০ শতাংশ ছাড়ও’।

তিনি বলেন, ‘করোনা আবহে যখন ২৫,০০০ মানুষ মারা গিয়েছিলেন, তখন দিল্লী সরকার একটি নতুন আবগারি নীতি তৈরি করতে ব্যস্ত হয়েছিল। এদিকে আবার মদ্যপানের বয়সীমা কমিয়ে ২৫ থেকে ২১ বছর করে দেওয়া হয়েছে। এসবের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী সর্বাধিক রাজস্ব উপার্জন করার পরিকল্পনা করছেন। পাঞ্জাবে গিয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে বলেছিলেন অ্যালকোহল সংস্কৃতির অবসান ঘটাবেন, কিন্তু উল্টোদিকে দিল্লীতে বাড়াচ্ছেন মদের দোকান’।

পারভেশ সাহিব সিং ভার্মা আরও অভিযোগ করে বলেন, ‘বছরে ১০ হাজার কোটি টাকা রোজগারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নতুন আবগারি নীতি গ্রহণ করেছে দিল্লী সরকার। যার ফলে যুব সমাজ আরও বেশি মদের নেশাগ্রস্থ হয়ে পড়ছে। জনগণকে পানীয় জল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, মদ দিচ্ছেন দিল্লীর মুখ্যমন্ত্রী’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর