গরবার অনুষ্ঠানে পাথর ছোড়ার জের, বুলডোজার দিয়ে অভিযুক্তদের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

বাংলাহান্ট ডেস্ক : কখনও উত্তরপ্রদেশ (UP), কখনও রাজস্থান (Rajasthan), তো কখনও বা মধ্যপ্রদেশ (MP)। বিভিন্ন জায়গায় নবরাত্রির সময় গরবা নাচের অনুষ্টানে হামলা করার পরিকল্পনা করে মুসলিম সম্প্রদায়। অধিকাংশ ক্ষেত্রেই পুলিসের হাতে গ্রেফতার হয় তারা। এবং পুলিসও তাদের শাস্তি দিতে নানান রকম পদ্ধতি অবলম্বন করে। মধ্যপ্রদেশে পাথরবাজদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল প্রশাসন। অভিযুক্তদের শাস্তি দিতে বাড়ি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিল পুলিস।

এর আগে উত্তরপ্রদেশে গরবা নাচের অনুষ্ঠানে হামলাকারীদের ধরে বেধড়ক পেটায় আরএসএস-এর সদস্যরা। গুজরাটে পাথরবাজ গ্রেফতার করে পুলিসই। ৭ অভিযুক্তকে ইলেকট্রিক পোস্টে বেঁধে পেটানো হয়। মধ্যাপ্রদেশ আরও কড়া ব্যবস্থা নিল প্রশাসন। জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের মন্দসৌর জেলায় সুরজনী গ্রামে গরবা অনুষ্ঠানে হামলা চালানো হয়। এই ঘটনায় ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিস। এরপর আজ সকালেই প্রশাসনিক আধিকারিকরা পুলিস বাহিনী নিয়ে অভিযুক্ত দের বাড়ি পৌঁছায়। এবং বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে ফেলা হয় তিন অভিযুক্তর বাড়ি।

এলাকার এসডিএম সন্দীপ শিবা বলেন, ‘জেনে শুনে অশান্তি সৃষ্টি করা তিন অভিযুক্ত অকলু, জাফর এবং রইসের অবৈধ বাড়ি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই তিন জনই পুরনো অভিযুক্ত। থানায় এদের নামে একাধিক অভিযোগ দায়ের করা রয়েছে।’ তিনি আরও জানান, এই অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।

পুলিস সূত্রে জানা যাচ্ছে, শনিবার রাত্রে সূরজনী গ্রামে গরবা নাচের অনুষ্টান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের সামনেই অকলু খানকে বাইক চালিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। এরপরই অনুষ্ঠানের কর্মকর্তারা অকলু খানের বাড়িতে নালিশ জানায়। প্রতিশোধ নিতে পরের দিন অর্থাৎ রবিবার দলবল নিয়ে হামলা চালায় অকলু। অভিযোগ জাননো হয় পুলিসে। খবর পেয়েই পরিস্থিতি সামাল দিতে হাজির হয় পুলিস বাহিনী। গ্রেফতার হয় অকলু খান সহ আরও দুজন। আর আজ ওই তিন অভিযুক্তর বাড়িতে চালানো হলো বুলডোজার।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর