বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের উজ্জয়নের বেগমবাগ এলাকায় ‘রামনিধি সংগ্রহণ” র্যালির সময় বিসেশ সম্প্রদায় ভুক্ত কিছু মানুষ হিন্দুদের উপর পাথর ছুঁড়েছিল। এই ঘটনার পর পুলিশ পাথরবাজদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিয়েছিল। পুলিশ আর নগরপালিকার সংযুক্ত টিম সেই বাড়িটিকে ধ্বস্ত করে দেয়, যার আশেপাশে জড়ো হয়ে একদল মানুষ হিন্দুদের উপর পাথর ছুঁড়ছিল।
Madhya Pradesh: Police and municipal teams demolished house in Ujjain's Begum Bagh from where women and children threw stones on Ram Yatra taken out on Friday to collect funds for temple construction in Ayodhya pic.twitter.com/DU3eBaNZA7
— Free Press Journal (@fpjindia) December 26, 2020
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যেই বাড়ির পাশে একত্রিত হয়ে হিন্দুদের উপর পাথর ছোড়া হয়েছিল, সেটি অবৈধ বিল্ডিং ছিল। এরপর আধিকারিকরা জেসিবি ম্যাশিন দিয়ে পুরো বিল্ডিংটিকেই ধূলিসাৎ করে দেয়।
মধ্যপ্রদেশের উজ্জয়নের বেগমবাগে শুক্রবার ২৫ ডিসেম্বর বড়দিনের দিনে হিন্দু সংগঠন দ্বারা আয়োজিত রামনিধি সংগ্রহণ র্যালিতে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। এই ঘটনার পর দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয় আর এলাকায় উত্তেজনা ছড়ায়। সেখানে অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত করা হয়। এই ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছিল। পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতারও করেছিল।
#उज्जैन, बेगमबाग में जिस घर से राम भक्तों पर पत्थरबाजी हुई थी, उसे JCB द्वारा ध्वस्त कर दिया गया है।
पहले शहर काजी के दबाव में प्रशासन नें अतिक्रमण को हटाने पर रोक लगा दी थी परंतु बाद में सामाजिक संगठनों व उज्जैन के जन सामान्य के कहने पर अवैध घर को गिरा दिया गया है। @ippatel pic.twitter.com/K23hpEhFId
— Hindu Yuva Vahini Gujarat (@HinduYuvaOffice) December 26, 2020
হিন্দু সংগঠন অয্যোধ্যায় নির্মাণাধীন রাম মন্দিরের জন্য চাঁদা সংগ্রহ করতে র্যালি বের করেছিল। ওই র্যালি বেগমবাগ এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁদের উপর পাথর ছোড়া হয়। র্যালিতে থাকা হিন্দু সংগঠনের কর্মীরা কোনওরকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়।