বেগমবাগের সেই বাড়িকে ধ্বস্ত করল পুলিশ, যেখান থেকে রামভক্তদের উপর ছোড়া হয়েছিল পাথর! দেখুন ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের উজ্জয়নের বেগমবাগ এলাকায় ‘রামনিধি সংগ্রহণ” র‍্যালির সময় বিসেশ সম্প্রদায় ভুক্ত কিছু মানুষ হিন্দুদের উপর পাথর ছুঁড়েছিল। এই ঘটনার পর পুলিশ পাথরবাজদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিয়েছিল। পুলিশ আর নগরপালিকার সংযুক্ত টিম সেই বাড়িটিকে ধ্বস্ত করে দেয়, যার আশেপাশে জড়ো হয়ে একদল মানুষ হিন্দুদের উপর পাথর ছুঁড়ছিল।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যেই বাড়ির পাশে একত্রিত হয়ে হিন্দুদের উপর পাথর ছোড়া হয়েছিল, সেটি অবৈধ বিল্ডিং ছিল। এরপর আধিকারিকরা জেসিবি ম্যাশিন দিয়ে পুরো বিল্ডিংটিকেই ধূলিসাৎ করে দেয়।

মধ্যপ্রদেশের উজ্জয়নের বেগমবাগে শুক্রবার ২৫ ডিসেম্বর বড়দিনের দিনে হিন্দু সংগঠন দ্বারা আয়োজিত রামনিধি সংগ্রহণ র‍্যালিতে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। এই ঘটনার পর দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয় আর এলাকায় উত্তেজনা ছড়ায়। সেখানে অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত করা হয়। এই ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছিল। পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতারও করেছিল।

হিন্দু সংগঠন অয্যোধ্যায় নির্মাণাধীন রাম মন্দিরের জন্য চাঁদা সংগ্রহ করতে র‍্যালি বের করেছিল। ওই র‍্যালি বেগমবাগ এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁদের উপর পাথর ছোড়া হয়। র‍্যালিতে থাকা হিন্দু সংগঠনের কর্মীরা কোনওরকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

Koushik Dutta

সম্পর্কিত খবর