‘পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও দখল করে নাও’! সর্বদল বৈঠকে দাবি তুললেন সুদীপ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁও জঙ্গি হামলার উপযুক্ত জবাব দিয়েছে ভারত। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। তারপর থেকেই দুই দেশের সংঘাত চরমে উঠেছে। বৃহস্পতিবার এই সামরিক অভিযান নিয়ে সর্বদল বৈঠক ডেকেছিল কেন্দ্র। সেখানে তৃণমূলের (Trinamool Congress) তরফ থেকে কী বক্তব্য রাখা হয়? জানালেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)।

সর্বদল বৈঠক নিয়ে মুখ খুললেন সুদীপ (Sudip Banerjee)!

সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে বিরোধীরা। বৃহস্পতিবারের এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, এই অভিযানের মাধ্যমে শতাধিক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। একইসঙ্গে বলেন, অপারেশন সিঁদুর একটি চলমান অভিযান। ‘ভারত আরও অভিযান চালাতে চায় না। তবে পাক সেনা যদি আক্রমণ করে পাল্টা জবাব দেওয়া হবে’, স্পষ্ট বলেন রাজনাথ।

ওই একই বৈঠকে তৃণমূলের (TMC) তরফ থেকে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ দখল করে নেওয়ার কথা বলা হয় বলে খবর। সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সুদীপ জানিয়েছেন, ওই বৈঠকে তিনি বলেছেন, ‘সর্বদল বৈঠকে বলেছি পাকিস্তান দখল করে নাও। সঙ্গে বাংলাদেশও দখল করে নাও’।

আরও পড়ুনঃ ছিলেন শিক্ষক, PhD ছেড়ে কিভাবে সেনায় সোফিয়া কুরেশি? সবটা জানলে স্যালুট ঠুকবেন

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাত ছিল অপারেশন সিঁদুর। ২৬ জনের প্রাণের ‘বদলা’ স্বরূপ গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৯টি জঙ্গি ঘাঁটি, নিকেশ করা হয়েছে শতাধিক জঙ্গিকে। তবে সেদেশের কোনও সাধারণ নাগরিকের ওপর হামলা চালায়নি ভারতীয় সেনা। বেছে বেছে শুধু জঙ্গি ও তাদের ডেরা ‘টার্গেট’ করা হয়েছিল।

Sudip Banerjee

অন্যদিকে শেখ হাসিনা পরবর্তী সময় থেকে ভারত-বাংলাদেশ (Bangladesh) সম্পর্কেও খানিকটা তিক্ততা এসেছে বলে মনে করেন আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা। সেদেশের বহু নেতা, মন্ত্রীর মুখে ভারত বিরোধী মন্তব্য শোনা গিয়েছে। এর পাশাপাশি সেভেন সিস্টার্স দখলের দাবিও তোলা হয়েছে।

গত বৃহস্পতিবারের সর্বদল বৈঠকে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও দখল করার দাবি তোলেন তৃণমূল সাংসদ সুদীপ (Sudip Banerjee)। ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্কের দিকে নজর রেখে বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X